প্রজ্ঞা প্রবাহের পশ্চিমবঙ্গ শাখা লোকপ্রজ্ঞার উদ্যোগে বিগত ১৮ জুন, ২০২৩, রবিবার অনুষ্ঠিত হল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের পরীক্ষায় কৃতি ছাত্র ছাত্রী ও রত্নগর্ভা মায়েদের সম্বর্ধনা। অনুষ্ঠানের স্থান ছিল স্বামী বিবেকানন্দের পৈতৃক ভিটা যা ঐতিহাসিক এবং আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে বিশেষ গুরুত্ত্বপূর্ণ এক স্থান।
এই সভা আরম্ভ হয় ঠিক সকল দশটায় লোকপ্রজ্ঞার পরম্পরা মেনে সংগঠন মন্ত্রের দ্বারা। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন প্রজ্ঞাপ্রবাহ পূর্ব ক্ষেত্র সংযোজক শ্রী অরবিন্দ দাশ। অনুষ্ঠানে বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন স্বামীজীর পৈতৃক আবাস ও সাংস্কৃতিক কেন্দ্রের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী জ্ঞানলোকানন্দজী , রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীমৎ স্বামী ইষ্টেশানন্দজী, সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড: ধ্রুবজ্যোতি চ্যাটার্জী, গবেষক ও গ্রন্থ প্রণেতা ড: অমিত ,ভট্টাচার্য। ভাব গম্ভীর পরিবেশে সম্বর্ধনা গ্রহণ করে ৭৮ জন কৃতি ছাত্র ছাত্রী এবং তাদের রত্নগর্ভা মায়েরা। ছাত্র ছাত্রী দের সম্বর্ধনা দেন শ্রীমৎ স্বামী জ্ঞানলোকানন্দজী এবং
শ্রীমৎ স্বামী ইষ্টেশানন্দজী। মায়েদের সম্বর্ধনা দেন অন্যান্য বিশেষ অতিথিগণ , লোকপ্রজ্ঞা ছাত্রশক্তি কার্যকর্তা এবং উপস্থিত মাতৃশক্তিগণ । রত্নগর্ভা মায়েদের সম্বর্ধনা ছিল এই অনুষ্ঠানের অন্যতম বিশেষ দিক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃতি শিক্ষার্থীদের পরিবার সহ মোট ৩৫০ জন। অনুষ্ঠান সমাপ্ত হয়
পূর্ন বন্দেমাতরম্ এবং শান্তি মন্ত্র দ্বারা দুপুর দুটো পঁয়তাল্লিশ মিনিটে। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধান শিক্ষক শ্রী সন্দীপ সিনহা।