ভারতীয় সংবিধান সংক্রান্ত ডাকটিকিট

ভারতীয় ডাকটিকিটের বিষয়-বৈচিত্র্য সত্যিই আমাদের অবাক করে। স্বাধীনতার পরে ভারতবর্ষে অন্ততপক্ষে সাড়ে চারহাজারের মতো ডাকটিকিট প্রকাশিত হয়েছে৷ তাতে ভৌগোলিক, সামাজিক, প্রাতিষ্ঠানিক, সাংস্কৃতিক, বিজ্ঞান, জৈববৈচিত্র্য, রাষ্ট্রীয়ভাবনা, মনীষার কী বিষয়ই না তাতে নেই! যারা ফিলাটেলিস্ট বা ডাকটিকিট সংগ্রহকারী তারা বিস্তারিত খবর রাখেন। সেই সঙ্গে খবর রাখেন ভারতীয় সংবিধান বিষয়েই বা কী কী ডাকটিকিট প্রকাশিত হয়েছে৷ তারই একটি প্রাসঙ্গিক তালিকা তৈরি করা হল।

১) ২০১৫ সালের ৩০ শে সেপ্টেম্বর, আম্বেদকারের ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে ভারতীয় ডাকবিভাগ পাঁচ টাকা মূল্যের রঙিন একটি ডাকটিকিট প্রকাশ করে, যার বিষয়: Dr. B. R. Ambedkar and Constitution of India. কেন্দ্রীয় যোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রী শ্রী রবি শঙ্কর প্রসাদ এই ডাকটিকিটের আবরণ উন্মোচন করেছিলেন।
২) ২০২০ সালের ২৬ শে জানুয়ারি ১০ টাকা মূল্যের একটি স্মারক ডাকটিকিট প্রকাশিত হয়। তাতে হিন্দি ও ইংরেজিতে লেখা আছে ‘ভারত কা সংবিধান’ এবং ‘Constitution of India’ এবং হিন্দিতে ‘সত্যমেব জয়তে’। সংসদ ভবনের ব্যাকগ্রাউণ্ডে অশোকস্তম্ভের ছবি বড় করে দেওয়া আছে।
৩) একই সঙ্গে ওই Constitution of India সিরিজে আরও একটি সংশ্লিষ্ট ডাকটিকিট ২০২০ সালেই প্রকাশিত হয়, তার মূল্যও দশটাকা। সেখানে কয়েকজন ব্যক্তির ছবি, সংবিধানে আঁকা ছবির কয়েকটিও তাতে পরিবেশিত হয়েছে।
উল্লেখ করার মতো বিষয় হল, সংবিধান সংক্রান্ত এই তিনটি ডাকটিকিটই মোদী সরকারের আমলে প্রকাশিত হয়েছে। [প্রস্তুত রচনার সঙ্গে ডাকটিকিটের ছবিগুলি দেখে নিন।]

এছাড়াও যার নাম ভারতীয় সংবিধান রচনার সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িত, সংবিধান রচনার অন্যতম নেতৃত্বদানকারী ড. বি. আর. আম্বেদকরের উপর আরও ৬ টি ডাকটিকিট প্রকাশিত হয়েছে।

কল্যাণ চক্রবর্তী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.