অখিল ভারতীয় প্রবুদ্ধ মঞ্চ প্রজ্ঞাপ্রবাহের পশ্চিমবঙ্গ শাখা লোকপ্রজ্ঞার মাতৃশক্তির উদ্যোগে পুণ্যভূমি কামারপুকুর-জয়রামবাটীতে গত ২৯ ও ৩০ শে জুলাই দুদিন ব্যাপী অনুষ্ঠিত হলো অনুভব দর্শন কার্যক্রম। রাজ্যের তিন প্রান্ত থেকে মূলত মাতৃশক্তি সহ প্রায় দেড়শো জন সদস্য,সদস্যা ও চল্লিশ জন স্থানীয় কার্যকরতা উপস্থিত ছিলেন। সকলের থাকা ও প্রসাদের ব্যবস্থা কামারপুকুর রামকৃষ্ণ মঠের ভক্ত নিবাসেই ছিল।প্রথম দিন ঠাকুরের লীলাস্থান গুলি, দ্বিতীয় শ্রী শ্রীমা সারদাদেবীর লীলা স্থান গুলি অনুভব দর্শন করা হয়।সারদা মঠে পূজনীয়া মাতা জী র আশীর্বচন গ্রহণের সৌভাগ্য হয়। ঐতিহাসিক লীলাক্ষেত্র ঠাকুরের পাঠশালায় কার্যক্রম অনুষ্ঠিত হয়।। ছাত্রশক্তি স্বদেশমন্ত্র, গান, কবিতা পাঠ, প্রবুদ্ধ গুণীজন- শ্রী শ্রী ঠাকুর, মা স্বামীজীর মার্গ দর্শন করেন।অখিল ভারতীয় প্রজ্ঞা প্রবাহ সহ সংযোজক মাননীয় রঘুনন্দনজী আগামী দিনের দিশা উল্লেখ করেন।
প্রধান অতিথি ছিলেন জয়রামবাটী মঠের পূজ্যপাদ মোহন মহারাজ, বিশেষ অতিথি স্বামীজি গবেষক সমরেশ বন্দ্যোপাধ্যায় ; অধ্যাপক, সুবক্তা ও বিশিষ্ট লেখক ডঃ অরিজিৎ সরকার, মাতৃশক্তি প্রমুখ সহ- গুণীজনেরা।
2023-08-16