Live at Ritam : Webinar on ” রাষ্ট্রীয় শিক্ষানীতি ২০২০”২রা সেপ্টেম্বর ২০২০ বুধবার সকাল ৯:৩০টা – ১২টা

ব্যবস্থাপনায়: বিবেকানন্দ বিদ্যাবিকাশ পরিষদ, পশ্চিমবঙ্গ

বক্তা :
(১) ড: সরোজ কুমার হাতি
অধ্যাপক, প্রাক্তন অধ্যক্ষ, সম্পাদক- বিদ্যাভারতী পূর্ব ক্ষেত্র
(২) শ্রী উদয় চাঁদ মুখোপাধ্যায়
প্রাক্তন উপশিক্ষা অধিকর্তা, পশ্চিমবঙ্গ সরকার
(৩) ড: পল্লব বন্দ্যেপাধ্যায়
অধ্যাপক এবং প্রাক্তন বিভাগীয় প্রধান মেটিরিয়াল্স সায়েন্স সেন্টার,
আই. আই. টি, খড়গপুর
বর্তমানে বিবেকানন্দ বিজ্ঞান মিশন, পশ্চিমবঙ্গে বিজ্ঞান ভারতীর সভাপতি
(৪) শ্রী নারায়ণ চন্দ্র প্রধান
প্রাক্তন প্রধান শিক্ষক ও সভাপতি- পশ্চিম মেদিনীপুর জেলা,
বিবেকানন্দ বিদ্যাবিকাশ পরিষদ
(৫) শ্রী গোবিন্দ চন্দ্র মহন্ত
সহ-সংগঠন সম্পাদক, বিদ্যাভারতী অখিল ভারতীয় শিক্ষা সংস্থান

শিশুমন্দির/ বিদ্যামন্দিরের আচার্য-আচার্যা/ বিদ্যালয়/ সংকুল/ জেলা/ প্রান্ত সমিতির সদস্য-সদস্যা, সকল অভিভাবক-অভিভাবিকা মন্ডলী, প্রাক্তন বিদ্যার্থী, বিদ্বৎ পরিষদ, শিক্ষানুরাগী ব্যক্তি সকলকেই আলোচনা সভায় যুক্ত হওয়ার জন্য সনির্বন্ধ অনুরোধ ।

সঞ্চালক: শ্রী প্রদ্যোত ঘোষ
প্রশ্নকর্তা : শ্রী পীযূষ কান্তি বসু
তারিখ : ২রা সেপ্টেম্বর ২০২০ বুধবার
সময় : সকাল ৯:৩০টা – ১২টা
ব্যবস্থাপনায়: বিবেকানন্দ বিদ্যাবিকাশ পরিষদ ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.