পোড়া ট্রেনটি এখনও গোধরা রেলওয়ে স্টেশনে দাঁড় করানো আছে যেন সময়ের সাথে সাথে নিথর হয়ে আছে — এই সভ্যতার সম্মিলিত চেতনায় সঞ্চারিত অমার্জনীয় ক্ষতের একটি মনে করিয়ে দেয়। তবুও, গোধরার সহনশীল মানুষ যারা 20 বছর আগে হত্যাকাণ্ডের প্রত্যক্ষ করেছিল তারা কোনো ক্ষোভ বা আঘাত বহন করে না।
The burnt train is still parked in the Godhra railway station as if frozen in time — reminding one of the indelible wounds inflicted on the collective consciousness of this civilisation. Yet, the resilient people of Godhra who witnessed the carnage 20 years back do not carry any grudge or trauma.
2022-11-27