২১ ফেব্রুয়ারি কেটে গেল। অনেক লেখালেখি হয়েছে বিভিন্ন পত্রপত্রিকায়। একটা তথ্য জানাই। দেশভাগের সময়, এবং তার পরেও বেশ কিছুকাল পূর্ব তো বটেই পশ্চিম পাকিস্থানে বাংলা ভাষার প্রচলন ছিল। প্রথম ৫০০ টাকায় বড় বড় হরফে লেখা ছিল স্টেট ব্যাঙ্ক অব পাকিস্তান। পাঁচশত টাকা। সরকারি অতিথি হিসাবে পাকিস্তানে গিয়ে সেদেশের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলি খানের (২ অক্টোবর ১৮৯৬ – ১৬ অক্টোবর ১৯৫১) সমাধি দেখতে গিয়েছিলাম। পাথরের ফলকে স্পষ্ট বাংলায় লেখা। ছবি তুলে রেখেছিলাম। এ রকম বেশ কিছু নিদর্শন দেখেছি সেখানে।
প্রসঙ্গত লিয়াকত আলি খান নিখিল ভারত মুসলিম লীগের নেতা হিসেবে তিনি রাজনীতিতে উঠে আসেন। ১৯৪৭ খ্রিষ্টাব্দে ভারত বিভাগ ও পাকিস্তান সৃষ্টিতে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। মুহাম্মদ আলি জিন্নাহ্র ডানহাত হিসেবে পরিচিত। তিনি কায়েদ-এ-মিল্লাত, শহীদ-এ-মিল্লাত উপাধিতে ভূষিত হন। পড়াশোনা করেছিলেন আলিগড় বিশ্ববিদ্যালয় ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে।
অশোক সেনগুপ্ত