পঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্কের সিআইটি রোড শাখায় বড় কেলেঙ্কারির অভিযোগ। অভিযোগের ভিত্তিতে ৭জনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। যার মধ্যে একজন আবার ব্যাঙ্কেরই আউটসোর্স কর্মী বা ভাড়া করা কর্মী। একজন গ্রাহকের অ্যাকাউন্ট থেকে প্রায় ৪৫ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় আর কেউ যুক্ত কি না তা পুলিশ খতিয়ে দেখছে। তবে ব্যাঙ্কের অভ্যন্তরেই এভাবে সর্ষের মধ্যে ভূত থাকাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
এদিকে ওই গ্রাহকের অভিযোগ, ব্যাঙ্কের নাম করে প্রথমে তাঁকে ফোন কর আইডি ও পাসওয়ার্ড জেনে নেয়। এরপর অ্যাকাউন্ট থেকে ধাপে ধাপে ৪৫ লক্ষ টাকা তুলে নেওয়া হয়। এই লেনদেন নিয়ে সন্দেহ হয় ওই গ্রাহকের। গোটা বিষয়টি নিয়ে তিনি ব্যাঙ্ক কর্তৃপক্ষকে জানান । পুলিশের কাছেও জানানো হয় গোটা বিষয়। তদন্তে নেমে পুলিশ প্রথমে দুজনকে গ্রেফতার করে। এরপর লালবাজারের গোয়েন্দা বিভাগের ব্যাঙ্ক দুর্নীতি শাখা আরও পাঁচজনকে এই ঘটনায় গ্রেফতার করে। তাদের মধ্যে ব্যাঙ্কের এক আউটসোর্সিং কর্মীও রয়েছে। এদিকে পুলিশ এখনও পর্যন্ত প্রায় সাড়ে ৬ লক্ষ টাকা উদ্ধার করতে পেরেছে। বাকি টাকা উদ্ধারের চেষ্টা চলছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ব্যাঙ্কে থাকার সুবাদে ওই আউটসোর্সিং কর্মী নানা খুঁটিনাটি জেনে গিয়েছিল।