স্বাধীনতার ৭৫ বছরে দেশের ৭৫০০ কিলোমিটার সমুদ্রতট সাফাইয়ের বিশেষ কর্মসূচি নিয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)। সঙ্ঘের পরিবেশ সংরক্ষণ শাখার উদ্যোগে দেশজুড়ে পালিত হচ্ছে এই ‘স্বচ্ছ সাগর, সুরক্ষিত সাগর’ কর্মসূচি। গত ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস থেকে সর্বভারতীয় পর্যায়ে উপকূলবর্তী এলাকা সাফাইয়ের কাজে নেমেছেন সঙ্ঘের স্বয়ংসেবকরা। কাল, শনিবার বাংলায় পালিত হবে এই কর্মসূচি। পরিবেশ দিবস থেকে ঠিক ৭৫ দিন পরেই বাংলার ১০টি সমুদ্রতট পতিতার করার কাজে নামছে সঙ্ঘ। কাল যেসব সমুদ্র লাগোয়া স্থানে এই কাজ হবে। সেগুলি হল, দীঘা, শংকরপুর, তাজপুর, মন্দারমণি, ডান্ডেহারবার, গাদিয়াড়া, বকখালি, হলদিয়া, গঙ্গাসাগর। হেনরি আইল্যান্ড এ প্রসঙ্গে ‘পর্যাবরণ সংরক্ষণ গতিবিধি’র (দক্ষিণবঙ্গ) আহ্বায়ক মানস ঘোষ বলেন, সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত সংশ্লিষ্ট সমুদ্রতট সাফাইয়ের কাজ হবে। প্ল্যাস্টিক সহ বিবিধ আবর্জনা সমুদ্রে ফেলার প্রবণতা কমানোর লক্ষ্যেই এই কর্মসূচি। জল ও সমুদ্রকে বাঁচানো উদ্দেশ্যে সহ নাগরিকদের সচেতন করতে গোটা দেশজুড়ে ৭৫টি জেলায় এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন। দিনটিকে স্মরণীয় করে রাখতে তিনিও এই পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত উদ্যোগ সামিল হতে চলেছেন। সূত্রের দাবি, সবকিছু ঠিকঠাক থাকলে শনিবার চেন্নাইয়ের মেরিনা বিচ নিজের হাতে পরিষ্কার করতে পারেন মোদি।
2022-09-16