ন্যূনতম ২৫,০০০ টাকা রাখতে হবে অ্যাকাউন্টে, সার্ভিস চার্জও বাড়াচ্ছে ওই ব্যাঙ্ক

1/6অ্যাক্সিস ব্যাঙ্কের গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ খবর। আগামী ১ জুন থেকে অ্যাক্সিস ব্যাঙ্কে স্যালারি এবং সেভিংস অ্যাকাউন্টে পরিষেবা চার্জ বাড়ানো হবে।

2/6আগামী মাস থেকে সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্সেরও সীমা বাড়াচ্ছে অ্যাক্সিস ব্যাঙ্ক। এছাড়াও ন্যূনতম ব্যালেন্স না রাখার জন্য মাসিক সার্ভিস চার্জ বাড়ানো হয়েছে। 

3/6অ্যাক্সিস ব্যাঙ্কের একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, ‘সেভিংস/স্যালারি অ্যাকাউন্টের জন্য ট্যারিফ কাঠামো ১ জুন, ২০২২ / ১ জুলাই, ২০২২ থেকে সংশোধিত রূপে কার্যকর করা হবে।

4/6শহর ও গ্রামাঞ্চলে ন্যূনতম মাসিক ব্যালেন্স ১৫,০০০ টাকা থেকে বাড়িয়ে ২৫,০০০ টাকা করা হয়েছে। 

5/6অ্যাকাউন্টে মিনিমাম ব্যালেন্স না থাকলে আগের তুলনায় আরও বেশি টাকা চার্জ করা হবে। মেট্রো এবং শহরাঞ্চলের জন্য সর্বাধিক মাসিক পরিষেবা চার্জ হবে ৬০০ টাকা। অন্যদিকে আধা-শহর এলাকার জন্য এটি ৩০০ টাকা হবে। গ্রামীণ এলাকার জন্য ২৫০ টাকা। 

6/6শুধু তাই নয়, অটো ডেবিট ফেলিওরের ক্ষেত্রেও চার্জ বাড়ানো হয়েছে। ১ জুলাই থেকে এটি কার্যকর হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.