আজ থেকেই বদলে যাচ্ছে এই ব্যাঙ্কগুলির নিয়ম, বাড়বে খরচ

1/5১ ফেব্রুয়ারি থেকে বদলে গেল ব্যাঙ্কের এই নিয়ম। দেশের তিনটি ব্যাঙ্কের ক্ষেত্রে এই নয়া নিয়ম প্রযোজ্য। (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স) (Reuters)

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ১ ফেব্রুয়ারি থেকে ২-৫ লক্ষ টাকা পর্যন্ত IMPS-এ ২০টাকা প্লাস GST চার্জ করা হবে। এতদিন এই লেনদেন গ্রাহকদের থেকে কোনও চার্জ নেওয়া হত না। ছবি : হিন্দুস্তান টাইমস (HT Photo) (HT_PRINT)
2/5স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ১ ফেব্রুয়ারি থেকে ২-৫ লক্ষ টাকা পর্যন্ত IMPS-এ ২০টাকা প্লাস GST চার্জ করা হবে। এতদিন এই লেনদেন গ্রাহকদের থেকে কোনও চার্জ নেওয়া হত না। ছবি : হিন্দুস্তান টাইমস (HT Photo) (HT_PRINT)
এর পাশাপাশি কম অঙ্কের IMPS-এও GST কাটা হবে। ১,০০০-১০,০০০ টাকায় ২ টাকা প্লাস, ১০,০০০ টাকা-১,০০,০০০ টাকায় ৪ টাকা প্লাস, ১,০০,০০০ টাকা-২,০০,০০০ টাকায় ১২ টাকা প্লাস GST কাটা হবে।  (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
3/5এর পাশাপাশি কম অঙ্কের IMPS-এও GST কাটা হবে। ১,০০০-১০,০০০ টাকায় ২ টাকা প্লাস, ১০,০০০ টাকা-১,০০,০০০ টাকায় ৪ টাকা প্লাস, ১,০০,০০০ টাকা-২,০০,০০০ টাকায় ১২ টাকা প্লাস GST কাটা হবে।  (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
ব্যাঙ্ক অফ বরোদাতেও বদল আসছে নিয়মে। ১ ফেব্রুয়ারি থেকে positive pay system কার্যকর হবে। পজিটিভ পে সিস্টেমের অধীনে রাহকদের চেক জমা দেওয়ার সময় গুরুত্বপূর্ণ তথ্যাদি দিতে হবে। প্রতীকী ছবি : হিন্দুস্তান টাইমস বাংলা   (Praful Gangurde/HT Photo)
4/5ব্যাঙ্ক অফ বরোদাতেও বদল আসছে নিয়মে। ১ ফেব্রুয়ারি থেকে positive pay system কার্যকর হবে। পজিটিভ পে সিস্টেমের অধীনে রাহকদের চেক জমা দেওয়ার সময় গুরুত্বপূর্ণ তথ্যাদি দিতে হবে। প্রতীকী ছবি : হিন্দুস্তান টাইমস বাংলা   (Praful Gangurde/HT Photo)
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের নিয়মেও একটি বদল এসেছে। ইএমআই দেন যাঁরা, তাঁদের অ্যাকাউন্টে কিস্তির টাকা না থাকলে জরিমানা করবে ব্যাঙ্ক। ২৫০ টাকা কেটে নেওয়া হবে। ফাইল ছবি : পিটিআই  (PTI)
5/5পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের নিয়মেও একটি বদল এসেছে। ইএমআই দেন যাঁরা, তাঁদের অ্যাকাউন্টে কিস্তির টাকা না থাকলে জরিমানা করবে ব্যাঙ্ক। ২৫০ টাকা কেটে নেওয়া হবে। ফাইল ছবি : পিটিআই  (PTI)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.