রেপো রেট অপরিবর্তিতই, ডিসেম্বর থেকে ২৪ ঘন্টাই আরটিজিএস

রেপো রেট ফের অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। শুক্রবার আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, পলিসি রেপো রেট ৪ শতাংশেই রাখার জন্য সর্বসম্মতভাবে ভোট দিয়েছে মনেটারি পলিসি কমিটি। এছাড়াও ৪.২ শতাংশেই রয়েছে মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি রেট ও ব্যাঙ্ক রেট। অপরিবর্তিত থাকার পর রিভার্স রেপো রেট এখন ৩.৩৫ শতাংশ। এছাড়াও আরবিআই গভর্নর জানিয়েছেন, আগামী ডিসেম্বর মাস থেকেই ২৪ ঘন্টা (২৪x৭) মিলবে রিয়েল-টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) সুবিধা।
শুক্রবার আরবিআই গভর্নর জানিয়েছেন, পলিসি রেপো রেট ৪ শতাংশেই রাখার জন্য সর্বসম্মতভাবে ভোট দিয়েছে মনেটারি পলিসি কমিটি। তিনি জানান, ২০২১ সালের জন্য, জিডিপি হ্রাস হতে পারে ৯.৫ শতাংশ।..৪.২ শতাংশেই রাখা হয়েছে মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি রেট ও ব্যাঙ্ক রেট। অপরিবর্তিত থাকার পর রিভার্স রেপো রেট এখন ৩.৩৫ শতাংশ। আরবিআই গভর্নর এদিন জানান, আগামী ডিসেম্বর মাস থেকেই ২৪ ঘন্টা মিলবে রিয়েল-টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) সুবিধা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.