পেট্রল–ডিজেল–রান্নার গ্যাসের পর এবার একধাক্কায় বেশ খানিকটা বাড়ল কেরোসিনের দাম। এবার প্রতি লিটারে বাড়তি ১৫ টাকা গুনতে হবে সাধারণ মানুষকে। এমনকী কেরোসিনের পাশাপাশি দাম বাড়ল অটো এলপিজিতেও। সেখানে দাম বেড়েছে লিটার পিছু ৯ টাকার উপর। নরেন্দ্র মোদীর জমানায় এত চড়া হারে এই দুই জ্বালানির মূল্য বৃদ্ধি আগে হয়নি।
কত হল কেরোসিনের দাম? এই দাম বৃদ্ধির ফলে প্রভাব পড়বে নিম্নবিত্ত ও মধ্যবিত্তের হেঁশেলে। রাজ্যে এখন প্রায় সাড়ে ৯ কোটি রেশন গ্রাহক আছেন। কলকাতা এবং সল্টলেকের বাসিন্দাদের এখন থেকে ৭৯ টাকা ৬২ পয়সা দরে প্রতি লিটার কেরোসিন কিনতে হবে। মার্চ মাসে এই কেরোসিনের দাম ছিল ৬৪ টাকা ২৪ পয়সা। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি জ্বালানি তেলের দাম বাড়িয়ে চলায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। গত মাসেও কেরোসিনের দাম বেড়েছিল ৭ টাকার আশপাশে।
উল্লেখ্য, সরকারি সূত্রে খবর, ২০২০ সালের মাঝামাঝি সময়ে লিটার পিছু দাম প্রায় ৮ টাকা বেড়েছিল। এতদিন পর্যন্ত সেটাই ছিল রেকর্ড বৃদ্ধি। এবার তা ছাপিয়ে গিয়ে একলপ্তে কেরোসিনের দাম বাড়ল লিটার পিছু ১৫ টাকা ৩৮ পয়সা। ২০২১–২২ আর্থিক বছর থেকেই কেন্দ্রীয় বাজেটে কেরোসিনের উপর ভর্তুকি বন্ধ করে দেওয়া হয়েছে।
এই বিষয়ে ওয়েস্ট বেঙ্গল কেরোসিন ডিলার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অশোক গুপ্ত বলেন, ‘শুধু ভর্তুকি বন্ধ নয়, রেশনে কেরোসিন বিক্রি করে কেন্দ্রীয় সংস্থাগুলিও লাভের মুখ দেখছে। যেভাবে দাম বাড়ানো হয়েছে তাতে গরীব মানুষদের পক্ষে আর রেশনে কেরোসিন কেনা সম্ভব হবে না।’ একইরকমভাবে লিটার পিছু অটো–এলপিজির দাম বেড়েছে ৯ টাকা ১ পয়সা। ইন্ডিয়ান অয়েলের ঘোষণা অনুযায়ী, এখন তার দাম ৭৪ টাকা ৮২ পয়সা। এক মাস আগেও এই দাম ছিল লিটার পিছু ৬৫ টাকা ৮১ পয়সা।