দোড়গোড়ায় বাজেট৷ এর ঠিক আগে ‘ইউনিয়ম মোবাইল বাজেট অ্যাপ’ উদ্বোধন করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷ স্বাধীনতার পর থেকে ভারতের ইতিহাসে এই প্রথম বাজেট কাগজে ছাপা হবে না৷
এর ফলে অবশ্য সহজেই বাজেটের নথি পৌঁছে যাবে সাধারণ মানুষের হাতে৷ এই বছর বাজাটের নথি পেপারলেস হলেও, প্রথা মেনে বাজেটের আগে পালিত হয়েছে হালুয়া উৎসব৷
উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর, অর্থ সচিব অজয় ভূষণ পাণ্ডে-সহ অর্থ মন্ত্রকের পদস্থ কর্তারা। প্রতি বছর নিজস্ব প্রেসে ছাপা হয় কেন্দ্রীয় বাজেট৷ বাজেট পেশের আগে প্রায় দু’সপ্তাহ ধরে প্রায় ১০০ জন কর্মী এই বাজেট ছাপার কাজ করেন৷
এমনকী নিরাপত্তার খাতিরে এই সময় তাঁরা বাড়িও ফেরেন না৷ হালুয়া উৎসবের পরেই শুরু হয়ে যায় বাজেট ছাপার কাজ৷ তবে করোনার কোপে এই বছর বাদ পড়ল চিরাচরিত এই প্রথা৷ ১ ফেব্রুয়ারি সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করবেন নির্মলা সীতারমন৷ বাজেট পেশ হওয়ার পরই এই সংক্রান্ত যাবতীয় নথি জানা যাবে ‘ইউনিয়ম মোবাইল বাজেট অ্যাপ’-এর মাধ্যমে৷ এটি খুবই ইউজার ফ্রেন্ডলি৷ কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে বলা হয়েছে, এই অ্যাপের মধ্যে রয়েছে ডাউনলোড, মুদ্রণ, সার্চ, জুম ইন এবং আউট, বাইডাইরেকশন স্ক্রোলিং এবং এক্সটার্নাল লিঙ্ক৷ তদুপরী অ্যানড্রয়েড এবং আইওএস প্ল্যাটফর্মে হিন্দি এবং ইংরেজি, দুটি ভাষাতেই এটি পাওয়া যাবে৷ বাজেট সংক্রান্ত মোট ১৪টি নথি এই অ্যাপের মাধ্যমে উপলব্ধ হবে বলে জানা গিয়েছে৷ এতে বার্ষিক আর্থিক বিবৃতি, অনুদানের চাহিদা, অর্থ বিল ইত্যাদি সম্পর্কিত তথ্যও দেওয়া হবে। এই অ্যাপ কোথা থেকে ডাউনলোড করা হবে তাও জানানো হয়েছে। এর জন্য অ্যাপ স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করা যাবে। পাশাপাশি অ্যাপটি ইউনিয়ন বাজেটের ওয়েব পোর্টাল www.indiabudget.gov.in থেকেও ডাউনলোড করা যাবে। আসন্ন বাজেট অধিবেশন শুরু হবে ২৯ জানুয়ারি৷ চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত৷ দ্বিতীয় বাজেট অধিবেশন ৪ মার্চ থেকে শুরু হয়ে চলবে ৪ এপ্রিল পর্যন্ত৷