Share Market News: প্রায় অর্ধেক দামে পাওয়া যাচ্ছে এই ৩ শেয়ার, কেনার পরামর্শ বিশেষজ্ঞদের

1/4ধামপুর সুগার মিল (Dhampur Sugar Mills): গত এক বছরে শেয়ার বাজারে বড়সড় পতনের সাক্ষী থেকেছে ধামপুর সুগার। ৫২ সপ্তাহের সর্বোচ্চ স্তর ছিল ৫১২.৬৭ টাকা। এখন তা কমে ঠেকেছে ২৪১.৭ টাকায়। শেষ এক বছরে সর্বনিম্ন ২২৮.৭ টাকার স্তরে নেমেছিল। গত এক মাসে ওই শেয়ারের বিনিয়োগকারীরা বড়সড় লোকসানের মুখে পড়েছেন। তাও এখন সেই শেয়ার ধরে রাখার এবং কেনার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞদের একাংশ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)

2/4গ্লেনমার্ক (Glenmark Pharmaceuticals): ৫২ সপ্তাহে গ্লেনমার্কের প্রতিটি শেয়ারের সর্বোচ্চ দাম ছিল ৬৯০.৬ টাকা। সবথেকে কম ৩৭৮ টাকা ছিল। যা এখন ঠেকেছে ৩৯৩.১ টাকায়। তা সত্ত্বেও সেই সংস্থার শেয়ার কেনার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)

3/4কম্পটন গ্রিভিজ (Crompton Greaves): আপাতত প্রতিটি শেয়ারের দাম পড়ছে ৩৩৩.৭ টাকা।। গত ৫২ সপ্তাহে সর্বোচ্চ দাম ছিল ৫১২.৫ টাকা। সর্বনিম্ন ৩২৩.৬৫ টাকায় ঠেকেছিল। তাও এই শেয়ার আপাতত কিনে নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)

4/4বিশেষজ্ঞদের মতামত ব্যক্তিগত। তা হিন্দুস্তান টাইমস বাংলার নয়। শেয়ার কিনবেন নাকি রেখে দেবেন নাকি তুলে নেবেন, সেই সংক্রান্ত কোনও পরামর্শ ব্যক্তিগতভাবে দিচ্ছে না হিন্দুস্তান টাইমস বাংলা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.