SBI RD Rate Hike: রেকারিং ডিপোজিটের সুদের হার বাড়াল এসবিআই, একনজরে নয়া রেট

1/7SBI-এ ন্যূনতম ১০০ টাকার সাথে রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট খোলা যায়। রেকারিং অ্যাকাউন্ট ১২ মাস থেকে ১০ বছরের মেয়াদের হতে পারে। ফিক্সড ডিপোজিটের মতোই প্রবীণ নাগরিকদের সমস্ত মেয়াদে অতিরিক্ত সুদ দেওয়া হয়। (ছবিটি প্রতীকী, সৌজন্যে মিন্ট)

এসবিআই সাধারণ মানুষের ক্ষেত্রে রেকারিং ডিপোজিটে সুদের হার ৫.১ শতাংশ থেকে ৫.৪ শতাংশের মধ্যে হয়। প্রবীণ নাগরিকদের সুদের হার ৫০ বেসিস পয়েন্ট বেশি হয়ে থাকে। যে সুদের হার চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়েছে। (প্রতীকী ছবি: মিন্ট) (MINT_PRINT)
2/7এসবিআই সাধারণ মানুষের ক্ষেত্রে রেকারিং ডিপোজিটে সুদের হার ৫.১ শতাংশ থেকে ৫.৪ শতাংশের মধ্যে হয়। প্রবীণ নাগরিকদের সুদের হার ৫০ বেসিস পয়েন্ট বেশি হয়ে থাকে। যে সুদের হার চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়েছে। (প্রতীকী ছবি: মিন্ট) (MINT_PRINT)
https://e15e44cb9e18d21f5b0d20d84f4ec04a.safeframe.googlesyndication.com/safeframe/1-0-38/html/container.html
মেয়াদ শেষ হওয়ার আগে রেকারিং ডিপোজিট ভেঙে দিতে পারেন গ্রাহকরা। সেই সুযোগ দেয় ভারতের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। তবে তাতে জরিমানা ধার্য করা হয়। মেয়াদ শেষ হওয়ার আগে আংশিকভাবে আরডির অর্থ তোলার সুযোগ দেয় না এসবিআই। (ছবিটি প্রতীকী, সৌজন্য মিন্ট)
3/7মেয়াদ শেষ হওয়ার আগে রেকারিং ডিপোজিট ভেঙে দিতে পারেন গ্রাহকরা। সেই সুযোগ দেয় ভারতের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। তবে তাতে জরিমানা ধার্য করা হয়। মেয়াদ শেষ হওয়ার আগে আংশিকভাবে আরডির অর্থ তোলার সুযোগ দেয় না এসবিআই। (ছবিটি প্রতীকী, সৌজন্য মিন্ট)
https://e15e44cb9e18d21f5b0d20d84f4ec04a.safeframe.googlesyndication.com/safeframe/1-0-38/html/container.html
বুধবার সকালেই ফিক্সড ডিপোজিটে সুদের হার কমানোর কথা জানিয়েছে এসবিআই।  (MINT_PRINT)
4/7বুধবার সকালেই ফিক্সড ডিপোজিটে সুদের হার কমানোর কথা জানিয়েছে এসবিআই। (MINT_PRINT)
https://e15e44cb9e18d21f5b0d20d84f4ec04a.safeframe.googlesyndication.com/safeframe/1-0-38/html/container.html
২ বছর থেকে ৩ বছরের কম মেয়াদের রেকারিং ডিপোজিটে ৫.১ শতাংশ হারে সুদ পাবেন আমানতকারীরা। (ফাইল ছবি/হিন্দুস্তান টাইমস)
5/7২ বছর থেকে ৩ বছরের কম মেয়াদের রেকারিং ডিপোজিটে ৫.১ শতাংশ হারে সুদ পাবেন আমানতকারীরা। (ফাইল ছবি/হিন্দুস্তান টাইমস)
https://e15e44cb9e18d21f5b0d20d84f4ec04a.safeframe.googlesyndication.com/safeframe/1-0-38/html/container.html
৩ বছর থেকে ৫ বছরের কম মেয়াদের রেকারিং ডিপোজিটে ৫.৩ শতাংশ হারে সুদ পাবেন আমানতকারীরা। (Bloomberg)
6/7৩ বছর থেকে ৫ বছরের কম মেয়াদের রেকারিং ডিপোজিটে ৫.৩ শতাংশ হারে সুদ পাবেন আমানতকারীরা। (Bloomberg)
https://e15e44cb9e18d21f5b0d20d84f4ec04a.safeframe.googlesyndication.com/safeframe/1-0-38/html/container.html
৫ বছর থেকে ১০ বছর পর্যন্ত মেয়াদের রেকারিং ডিপোজিটে ৫.৪ শতাংশ হারে সুদ পাবেন আমানতকারীরা। (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স)
7/7৫ বছর থেকে ১০ বছর পর্যন্ত মেয়াদের রেকারিং ডিপোজিটে ৫.৪ শতাংশ হারে সুদ পাবেন আমানতকারীরা। (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.