Russia-Ukraine Crisis: ইউক্রেন-রাশিয়া সঙ্কটে তুঙ্গে অপরিশোধিত তেলের দাম, ভারতে পেট্রল, ডিজেলের কী হবে?

1/5ইউক্রেনে ‘সামরিক অভিযান’ রাশিয়ার। আর তার প্রভাবে চড়চড় করে বাড়ছে অপরিশোধিত তেলের দাম। আন্তর্জাতিক বাজারে গত ৮ বছরে সর্বোচ্চ স্তরে পৌঁছল দর। (ছবি সৌজন্যে রয়টার্স) (Reuters)

বৃহস্পতিবারের ট্রেডিং সেশনে ব্যারেল প্রতি ক্রুড অয়েলের দাম ছিল ১০৫.৩৩ ডলার। এক ধাক্কায় ৮.৮% বেড়েছে দাম। ছবি : রয়টার্স (Reuters)
2/5বৃহস্পতিবারের ট্রেডিং সেশনে ব্যারেল প্রতি ক্রুড অয়েলের দাম ছিল ১০৫.৩৩ ডলার। এক ধাক্কায় ৮.৮% বেড়েছে দাম। ছবি : রয়টার্স (Reuters)
https://d8ecf51b8f4e1fd0240feb24d9b04cc0.safeframe.googlesyndication.com/safeframe/1-0-38/html/container.html
এমন পরিস্থিতিতে দেশের অভ্যন্তরে তেল ও গ্যাসের দাম নিয়ন্ত্রণে রাখার বিষয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার। এ বিষয়ে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপের খবর মিলেছে।  ফাইল ছবি : রয়টার্স  (Reuters)
3/5এমন পরিস্থিতিতে দেশের অভ্যন্তরে তেল ও গ্যাসের দাম নিয়ন্ত্রণে রাখার বিষয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার। এ বিষয়ে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপের খবর মিলেছে।  ফাইল ছবি : রয়টার্স  (Reuters)
https://d8ecf51b8f4e1fd0240feb24d9b04cc0.safeframe.googlesyndication.com/safeframe/1-0-38/html/container.html
এক্সাইজ ডিউটি কমানোর বিষয়ে ভাবছে কেন্দ্রের বিশেষজ্ঞরা। এমনটা করা হলে স্থানীয় বণ্টনকারী সংস্থার উপর চাপ কম পড়বে। বাজারে পেট্রল-ডিজেলের দামও কিছুটা নিয়ন্ত্রণে রাখা যাবে। ফাইল ছবি : রয়টার্স (REUTERS)
4/5এক্সাইজ ডিউটি কমানোর বিষয়ে ভাবছে কেন্দ্রের বিশেষজ্ঞরা। এমনটা করা হলে স্থানীয় বণ্টনকারী সংস্থার উপর চাপ কম পড়বে। বাজারে পেট্রল-ডিজেলের দামও কিছুটা নিয়ন্ত্রণে রাখা যাবে। ফাইল ছবি : রয়টার্স (REUTERS)
https://d8ecf51b8f4e1fd0240feb24d9b04cc0.safeframe.googlesyndication.com/safeframe/1-0-38/html/container.html
বিশেষজ্ঞরা বলছেন, শীঘ্রই আরও বেড়ে যাবে অপরিশোধিত তেলের দাম। ফাইল ছবি : রয়টার্স (Reuters)
5/5বিশেষজ্ঞরা বলছেন, শীঘ্রই আরও বেড়ে যাবে অপরিশোধিত তেলের দাম। ফাইল ছবি : রয়টার্স (Reuters)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.