Provident Fund: ২৩.৩৪ কোটি গ্রাহকের PF অ্যাকাউন্টে পড়ল টাকা, কীভাবে ব্যালেন্স দেখবেন?জানুন উপায়

1/6প্রায় ২৩.৩৪ কোটি গ্রাহকের অ্যাকাউন্টে সুদের টাকা জমা দিল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (ইপিএফও)। ২০২০-২১ অর্থবর্ষের জন্য ৮.৫ শতাংশ হারে সুদের টাকা জমা পড়েছে। (ছবি সৌজন্য মিন্ট)

আপনার অ্যাকাউন্টেও টাকা জমা পড়েছে কিনা, তা কীভাবে দেখবেন? মেসেজ, মিসড কল পরিষেবা, উমাঙ্গ অ্যাপ এবং এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের পোর্টালের মাধ্যমে নিজের প্রভিডেন্ট ফান্ড ব্যালেন্স দেখতে পারবেন গ্রাহকরা। (ছবিটি প্রতীকী)
2/6আপনার অ্যাকাউন্টেও টাকা জমা পড়েছে কিনা, তা কীভাবে দেখবেন? মেসেজ, মিসড কল পরিষেবা, উমাঙ্গ অ্যাপ এবং এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের পোর্টালের মাধ্যমে নিজের প্রভিডেন্ট ফান্ড ব্যালেন্স দেখতে পারবেন গ্রাহকরা। (ছবিটি প্রতীকী)
ইপিএফও পোর্টাল (EPFO portal) : ইপিএফওয়ের সদস্য পোর্টালে (EPFO Members Portal) রেজিস্টার করতে হবে। তারপর নিজের UAN এবং Password ব্যবহার করে https://passbook.epfindia.gov.in/MemberPassBook/Login# থেকে লগ-ইন করে নিন। সেখান থেকে নিজের পাসবুক দেখতে পারবেন। তাতেই বুঝতে পারবেন আপনার অ্যাকাউন্টে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের সুদ জমা পড়েছে কিনা। (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স)
3/6ইপিএফও পোর্টাল (EPFO portal) : ইপিএফওয়ের সদস্য পোর্টালে (EPFO Members Portal) রেজিস্টার করতে হবে। তারপর নিজের UAN এবং Password ব্যবহার করে https://passbook.epfindia.gov.in/MemberPassBook/Login# থেকে লগ-ইন করে নিন। সেখান থেকে নিজের পাসবুক দেখতে পারবেন। তাতেই বুঝতে পারবেন আপনার অ্যাকাউন্টে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের সুদ জমা পড়েছে কিনা। (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স)
উমাঙ্গ অ্যাপ (Umang App) : Umang অ্যাপ থেকে ইপিএফ স্টেটমেন্ট এবং অ্যাকাউন্ট ব্যালেন্স দেখতে পারবেন গ্রাহকরা। তারপর ‘Employee Centric Services’-তে যান। ‘View Passbook’-তে ক্লিক করুন। UAN টাইপ করতে হবে। তারপর আপনার নথিভুক্ত মোবাইল নম্বরে ওটিপি যাবে। তারপর নিজের ইপিএফ অ্যাকাউন্টের ব্যালেন্স দেখতে পারবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স)
4/6উমাঙ্গ অ্যাপ (Umang App) : Umang অ্যাপ থেকে ইপিএফ স্টেটমেন্ট এবং অ্যাকাউন্ট ব্যালেন্স দেখতে পারবেন গ্রাহকরা। তারপর ‘Employee Centric Services’-তে যান। ‘View Passbook’-তে ক্লিক করুন। UAN টাইপ করতে হবে। তারপর আপনার নথিভুক্ত মোবাইল নম্বরে ওটিপি যাবে। তারপর নিজের ইপিএফ অ্যাকাউন্টের ব্যালেন্স দেখতে পারবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স)
মেসেজের (এসএমএস) মাধ্যমে : ইপিএফও গ্রাহকরা এসএমএসের মাধ্যমে প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টের ব্যালেন্স জানতে পারবেন। সেজন্য ৭৭৩৮২৯৯৮৯৯ নম্বরে মেসেজ করতে হবে। মেসেজে লিখতে হবে 'EPFOHO UAN ENG'। তারপর তা 7738299899 নম্বরে পাঠিয়ে দিতে হবে। যে মেসেজের পর সংশ্লিষ্ট গ্রাহকের অ্যাকাউন্টে কত টাকা আছে, তা জানিয়ে দেওয়া হবে। (ছবিটি প্রতীকী)
5/6মেসেজের (এসএমএস) মাধ্যমে : ইপিএফও গ্রাহকরা এসএমএসের মাধ্যমে প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টের ব্যালেন্স জানতে পারবেন। সেজন্য ৭৭৩৮২৯৯৮৯৯ নম্বরে মেসেজ করতে হবে। মেসেজে লিখতে হবে ‘EPFOHO UAN ENG’। তারপর তা 7738299899 নম্বরে পাঠিয়ে দিতে হবে। যে মেসেজের পর সংশ্লিষ্ট গ্রাহকের অ্যাকাউন্টে কত টাকা আছে, তা জানিয়ে দেওয়া হবে। (ছবিটি প্রতীকী)
মিসড কলের মাধ্যমে : 011-22901406 নম্বরে মিসড-কল পরিষেবা প্রদান করে ইপিএফও। নিজের নথিভুক্ত করা মোবাইল নম্বর থেকে যদি গ্রাহক 011-22901406 নম্বরে মিসড-কল দেন, তাহলে তাঁকে ব্যালেন্স জানিয়ে দেওয়া হবে। তবে যে গ্রাহকদের ইপিএফ অ্যাকাউন্টে 'কেওয়াইসি' তথ্য আপডেট আছে, তাঁরাই এই পরিষেবার সুবিধা পাবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্য মিন্ট)
6/6মিসড কলের মাধ্যমে : 011-22901406 নম্বরে মিসড-কল পরিষেবা প্রদান করে ইপিএফও। নিজের নথিভুক্ত করা মোবাইল নম্বর থেকে যদি গ্রাহক 011-22901406 নম্বরে মিসড-কল দেন, তাহলে তাঁকে ব্যালেন্স জানিয়ে দেওয়া হবে। তবে যে গ্রাহকদের ইপিএফ অ্যাকাউন্টে ‘কেওয়াইসি’ তথ্য আপডেট আছে, তাঁরাই এই পরিষেবার সুবিধা পাবেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.