চরমে মূল্যবৃদ্ধি, ভিখারির দশা পাকিস্তানের! মিলছে না রান্নার তেলও

এবার ভোজ্য তেল ও ঘিয়ের জোগানেও ঘাটতি পাকিস্তানে (Pakistan)! মূল্যবৃদ্ধি আকাশ ছুঁয়েছে আগেই। এমন পরিস্থিতিতে সে দেশের সরকার উপযুক্ত পদক্ষেপ না করলে পবিত্র রমজান মাসের আগে অন্যান্য খাদ্যদ্রব্যের দামও বাড়বে হুড়মুড়িয়ে, দাবি ওয়াকিবহাল মহলের।

পাক সংবাদমাধ্যম ডন-এ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, সে দেশে পাম তেল, সোয়াবিনের তেল ও সানফ্লাওয়ার তেলের জোগানে ঘাটনি দেখা দিয়েছে। মিলছে না রান্নার তেলও। ব্যবসায়ীদের কাছে মজুত তেলভাণ্ডারেও টান পড়বে শীঘ্রই। অথচ এগুলি সে দেশের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের তালিকায় নাম রয়েছে এই তিন তেলের। তারপরেও চাহিদামতো জোগানে ঘাটতি দেখা গিয়েছে। যার জেরে শাহবাজ শরিফের সরকারের ভূমিকা ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে।

পাকিস্তানের বনস্পতি প্রস্তুতকারক অ্য়াসোসিয়েশন- সাধারণ সম্পাদক উমর ইসলাম খান জানিয়েছেন, ইতিমধ্যে পাম তেলের দাম বেড়েছে অনেকটাই। ১ মাউন্ড (পাকিস্তানে ওজন মাপার একক। ১ মাউন্ড= ৩৭ কেজি) পাম তেলের দাম ১৩ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ১৪ হাজার টাকা। স্বাভাবিকভাবেই ঘি ও অন্যান্য ভোজ্য তেলের দামও বাড়বে। ইতিমধ্যে অন্য়ান্য় নিত্য প্রয়োজনীয় দ্রব্য়ের দাম বেড়েছে ২৫ থেকে ৫২ শতাংশ। সবমিলিয়ে পাকিস্তানের আমজনতার অবস্থা শোচনীয়। পরিস্থিতি সামলানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছে শেহবাজ শরিফের সরকার।

আর্থিক সংকটে জেরবার পাকিস্তান (Pakistan)। মুদ্রাস্ফীতির কবলে পড়ে সাধারণ মানুষের পরিস্থিতি শোচনীয়। তাঁদের অসহায়তা কোন পর্যায়ে পৌঁছেছে তা নতুন করে ফুটে উঠতে দেখা গিয়েছিল এক ভাইরাল হওয়া ভিডিওয় (Viral video)। সেখানে দেখা যাচ্ছে প্লাস্টিক ব্যাগে ভরে রান্নার গ্যাস (Cooking Gas) বিক্রি হচ্ছে পাকিস্তানে! যা দেখে শিহরিত নেটিজেনরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.