স্বল্প দূরত্বের যাত্রীবাহী ট্রেনের টিকিটের দামও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ ।রেলের টিকিটের দাম ১০ টাকা থেকে বাড়িয়ে ৩০ টাকা করল ভারতীয় রেল। । কোথাও কোথাও তা হতে পারে ৫০ টাকা পর্যন্তও।বিবৃতি জারি করে এমনটাই জানানো হয়েছে রেলের তরফে। ইতিমধ্যেই দাম বেড়েছে প্ল্যাটফর্ম টিকিটের ।তবে, লোকাল ট্রেনের ভাড়া এখনই বাড়ানো হচ্ছে না। রেলের তরফে জানানো হয়েছে, এটা অস্থায়ী সিদ্ধান্ত। শুধুমাত্র রেলস্টেশনগুলিতে ভিড় নিয়ন্ত্রণের লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনা আবহে যাত্রীরা যাতে খুব প্রয়োজন না হলে ট্রেনে না চড়েন, সেটা নিশ্চিত করতে গতমাসেই কিছু কিছু স্বল্প দূরত্বের প্যাসেঞ্জার ট্রেনের ভাড়া বাড়িয়েছিল রেল। এবার সেই রুটের সংখ্যাটা আরও বাড়িয়ে দেওয়া হল। এর আগে চলতি বছরের ১ জানুয়ারি থেকে শহরতলির ট্রেনগুলি ছাড়া বাকি সব ট্রেনের ভাড়াই বাড়ানো হয়। সাধারণ নন-এসি ট্রেনের ভাড়া কিলোমিটার প্রতি এক পয়সা করে বাড়ানো হয়েছিল। মেল ও এক্সপ্রেসের ক্ষেত্রে নন-এসিতে প্রতি কিলোমিটারে ২ পয়সা করে এবং এসি ট্রেনে ৪ পয়সা করে ভাড়া বাড়ানো হয়। বেশ কিছু এক্সপ্রেস ট্রেনের ভাড়া একধাক্কায় অনেকটাই বাড়ে।
2021-03-05