আগামিকাল (মঙ্গলবার) রাজ্যজুড়ে পেট্রল পাম্প ধর্মঘটের ডাক দিল ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন। মঙ্গলবার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত পেট্রল পাম্প বন্ধ থাকবে। এর ফলে রাজ্যে প্রায় ২,৪০০–এর বেশি পেট্রল পাম্প থেকে কোনওরকম তেল কেনাবেচা হবে না।
ডিলার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে, ‘বর্ষার সময় পেট্রল পাম্পের তেলের ট্যাঙ্কে জল ঢুকে ইথাইল সঙ্গে মিশে তেলের গুণগত মান নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের আবেদন তেল কোম্পানি গুলোর কাছে অন্তত বর্ষার সময় ইথাইল মেশিন বন্ধ হোক। বারবার বলা সত্ত্বেও তেল কোম্পানিগুলি কোনও ব্যবস্থা নেয়নি। তাই আগামিকাল সকাল ছ’টা থেকে রাত বারোটা পর্যন্ত কলকাতা-সহ রাজ্যের প্রায় ২,৫০০ পেট্রল পাম্পে তেল কেনা বেচা বন্ধ থাকবে।’ট্রেন্ডিং স্টোরিজ
উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের নোটিফিকেশনের মাধ্যমে পেট্রলের সঙ্গে এখন ১০ শতাংশ ইথানল মেশানো হয়। সংগঠনের তরফে জানানো হয়, ‘আমরা ইথানলের কোনও বিরোধিতা করছি না। কিন্তু তেল কোম্পানিগুলি এমন একটা ব্যবস্থা নিক যাতে আমরা সুরক্ষিত থাকি ও যারা আমাদের থেকে তেল কিনবে, তাঁরাও সুরক্ষিত থাকেন।’
এর আগে সংগঠনের তরফে এই বিষয়ে প্রতিবাদ জানিয়ে ধর্মঘটে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু করোনা পরিস্থিতির কারণে তা বাস্তবায়িত হয়নি। শেষপর্যন্ত নিজেদের দাবি-দাওয়া নিয়ে এবার ধর্মঘটের পথে হাঁটল ডিলার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। সংগঠনের তরফে জয়েন্ট সেক্রেটারি প্রসেনজিৎ সেন জানিয়েছেন, ‘দীর্ঘদিন ধরে দাবি জানানোর পর এবার আমাদের পিঠ ঠেকে গিয়েছে। তাই আমরা ধর্মঘটের পথে যেতে বাধ্য হচ্ছি। বিভিন্ন জেলায় অনেক পেট্রোল পাম্প আছে, যা বন্ধ হয়ে গেছে। তিনি জানান, কাল তেল কোম্পানির তরফে আমাদের সময় দেওয়া হয়েছে। পাশাপাশি পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিমের তরফে আমাদের ডাকা হয়েছে। আমরা যাব কথা বলতে।’ এদিন তিনি জানান, ‘পেট্রল পাম্পের তরফে কিছু নম্বর দেওয়া হবে, সেই নম্বরে জরুরিভিত্তিতে ফোন করলে পরিষেবা দেওয়া হবে।’