কেন্দ্রীয় সরকার পেট্রল ও ডিজেলকে জিএসটির আওতায় নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে এমনই ইঙ্গিত দিয়েছেন ৷ লোকসভায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মালা সীতারমণ ৷ প্রতীকী ছবি ৷
তিনি জানিয়েছেন পরবর্তী জিএসটি কাউন্সিলের বৈঠকে বিষয়টি আলোচনা করা হতে পারে ৷ দেশে জিএসটির প্রাথমিক দর ৫, ১২, ১৮, ২৮ শতাংশ স্তরে প্রয়োগ করা হয় ৷ প্রতীকী ছবি ৷
পেট্রোল ও ডিজেলকে যদি ২৮ শতাংশ স্তরে রাখা হয় তবুও বর্তমানে পোট্রোল-ডিজলেরে দামে অনেকটাই ফারাক আস্তে পারে ৷ প্রতীকী ছবি ৷
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতা রামণ জানিয়েছেন ভিন রাজ্যে পেট্রোল-ডিজেলের প্রতি উচ্চ কর প্রয়োগ করে যদি রাজ্যগুলি সহমত পোষণ করে সেক্ষেত্রে তাহলে বিস্তারিত আলোচনা হতে পারে ৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রী আরও জানিয়েছেন পেট্রোপণ্য নিয়ে কম বেশি কর প্রয়োগের বিষয়টি বেশি চর্চা না করাই উচিৎ উদাহরণ স্বরূপ বলাই যেতে পারে যে মহারাষ্ট্রে এই মুহূর্তে পেট্রোল-ডিজেলের উপর কর সব থেকে বেশি ৷ প্রতীকী ছবি ৷
কেন্দ্রীয় মন্ত্রীর এই বক্তব্যের প্রেক্ষিতে কংগ্রেস নেতা রবনীত সিং বিট্টু ৷ জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পেট্রোল ডিজেল নিতে এত কথা বলছেন কিন্তু রান্নার গ্যাস নিয়ে একটি শব্দও ব্যায় করলেন না ৷ রান্নার গ্যাসে রাজ্যের পক্ষ থেকে কোনও কর বসানো হয়না সেক্ষেত্রে রান্নার গ্যাসের দাম কমছেনা কেন? প্রতীকী ছবি ৷
তবে পেট্রোল-ডিজেল জিএসটির আওতায় এলে এতে কেন্দ্র ও রাজ্য সরকারের রাজকোষে এক লক্ষ কোটি টাকার বোঝা বাড়বে ৷ যা দেশের জিডিপির ০.৪ শতাংশ হবে ৷ প্রতীকী ছবি ৷
তবে বিশেষজ্ঞ মহল এটাই মনে করছে যে কেন্দ্র ও রাজ্য পেট্রোল-ডিজেলকে জিএসটির আওতায় আনার ক্ষেত্রে ইচ্ছুক নয় ৷ রাজস্বের একটি বড় অংশ আসে পেট্রোপণ্য বিক্রির মাধ্যমে ৷ বর্তমানে পেট্রোলের উপরে কেন্দ্র-রাজ্য মিলে ৬০ শতাংশ কর বসায় সেক্ষেত্রে ডিজেলে ২৪ শতাংশ কর প্রয়োগ করা হয় ৷ প্রতীকী ছবি ৷