আবারও দাম বাড়ল পেট্রোল ও ডিজেলের। মঙ্গলবারের পর বুধবারও দিল্লি, কলকাতা, মুম্বই ও চেন্নাই-সহ দেশের সর্বত্র দামি হয়েছে পেট্রোল-ডিজেল। কলকাতায় পেট্রোলের দাম বেড়েছে লিটার প্রতি মাত্র ০.১৬ পয়সা। ডিজেলের দাম বেড়েছে লিটারপ্রতি ০.২০ পয়সা। মধ্যরাত থেকেই কার্যকর হয়েছে নতুন দাম। দাম বাড়ার পর কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম এখন, ৯০.৯২ টাকা। ডিজেলের দাম বেড়ে হয়েছে ৮৩.৯৮ টাকা।
কলকাতার পাশাপাশি বুধবার পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে দিল্লি, মুম্বই ও চেন্নাইয়ে। দিল্লিতে ০.১৯ পয়সা বাড়ার পর পেট্রোলের দাম এখন ৯০.৭৪ টাকা প্রতি লিটার এবং ০.২১ পয়সা বাড়ার পর ডিজেলের দাম এখন ৮১.১২ টাকা| পাশাপাশি মুম্বইয়ে ০.১৭ পয়সা বেড়েছে পেট্রোলের দাম এবং ০.২১ পয়সা বেড়েছে ডিজেলের দাম| মুম্বইয়ে পেট্রোল-ডিজেলের নতুন দাম, যথাক্রমে ৯৭.১২ টাকা প্রতি লিটার (পেট্রোল) এবং ৮৮.১৯ টাকা প্রতি লিটার (ডিজেল)| চেন্নাইয়ে পেট্রোল ও ডিজেলের বর্ধিত দাম হল যথাক্রমে-৯২.৭০ টাকা এবং ৮৬.০৯ টাকা। প্রসঙ্গত, পরপর দু”দিন পেট্রোল ও ডিজেলের দাম বাড়ায় ফের মাথায় হাত মধ্যবিত্তের।