পরপর চার দিন ধরে কমল পেট্রোল-ডিজেলের দাম। দেশের চার মেট্রো শহরে এই দামের পতন হয়েছে।
শনিবারের পর রবিবারও কলকাতায় পেট্রোল-ডিজেলের দাম কমেছে ৷ কলকাতায় ফের সস্তা পেট্রোপণ্য৷ কলকাতায় লিটার পিছু পেট্রোল ৪২ পয়সা ও ডিজেলের দাম ১৮ পয়সা কমেছে।
লিটার পিছু দাম কমে কলকাতায় পেট্রোল ও ডিজেলের দাম হয়েছে যথাক্রমে ৭৩.৭৯ টাকা ও ৬৭.৮৬ টাকা৷
এছাড়া, দিল্লিতে লিটার পিছু পেট্রোল ৪২ পয়সা ও ডিজেল ১৭ পয়সা সস্তা হয়েছে ৷ ডিজেলের দাম হয়েছে ৬৬.১১ টাকা ও পেট্রোলের দাম ৭১.৭৩ টাকা।
এছাড়া মুম্বইতে লিটার পিছু পেট্রোল ৪১ পয়সা সস্তা হয়েছে সেখানে ডিজেল লিটার পিছু সস্তা ১৮ পয়সা সস্তা হয়েছে ৷ মুম্বইয়ে পেট্রোল-ডিজেলের নতুন দাম হয়েছে ৭৭.৩৪ টাকা এবং ডিজেলের দাম হয়েছে ৬৯.২৭ টাকা হয়েছে ৷
চেন্নাইয়ে লিটার প্রতি পেট্রোল সস্তা হয়েছে ৪৪ পয়সা ৷ সেক্ষেত্রে ডিজেল সস্তা হয়েছে ১৮ পয়সা৷ চেন্নাইয়ে লিটার পিছু পেট্রোল-ডিজেলের দাম হয়েছে ৭৪.৪৬ টাকা, ডিজেলের দাম ৬৯.৮৮ টাকা হয়েছে ৷
গত তিন দিন ধরেই পেট্রোল ও ডিজেলের দাম কমেছে৷ পেট্রোল-ডিজেলের দামের কমা বা বাড়ার উপরে নির্ভর করে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম ৷ ফলে কিছুটা হলেও স্বস্তি পেয়েছে মধ্যবিত্ত ৷