পেট্রোল ও ডিজেলের দাম অপরিবর্তিত রেখেছে অয়েল মার্কেটিং সংস্থাগুলি৷ গত কয়েকদিন ধরে লাগাতার বেড়েই চলেছিল পেট্রোল ও ডিজেলের দাম৷ শুক্রবার ফের কিছুটা স্বস্তি পাওয়া গিয়েছে৷
শুক্রবার রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম ৮০.৪৩ টাকা প্রতি লিটার৷ ডিজেলের দাম ৮০.৫৩ টাকা প্রতি লিটারে৷ দিল্লির পাশাপাশি দেশের তিনটি বড় শহরে তেলের দাম অপরিবর্তিত রয়েছে৷
বিভিন্ন শহরে পেট্রোল ও ডিজেলের দাম- দিল্লি: পেট্রোল ৮০.৪৩ টাকা, ডিজেল ৮০.৫৩ টাকামুম্বই: পেট্রোল ৮৭.১৯ টাকা, ডিজেল ৭৮.৮৩ টাকা কলকাতা: পেট্রোল ৮২.১০ টাকা, ডিজেল ৭৫.৬৪ টাকাচেন্নাই: পেট্রোল ৮৩.৬৩ টাকা, ডিজেল ৭৭.৭২ টাকা। তবে গত ২৪ দিনে পেট্রোলের দাম ৯.১৭ টাকা ও ডিজেলের দাম ১০.৯০ টাকা বেড়েছে৷
পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, দেশ ও গোটা বিশ্ব এখন একটি সঙ্কটজনক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে৷ লকডাউনের জেরে এপ্রিল ও মে মাসে পেট্রোল ও ডিজেলের চাহিদা প্রায় ৭০ শতাংশ কমে গিয়েছিল৷ জুন থেকে লকডাউনে ছাড় দেওয়া শুরু হলে এবং অফিস, কারখানা খুলতে থাকায় আবার তেলের চাহিদা বাড়তে থাকে৷
তিনি আরও বলেন, বাড়িতে বা পরিবারে কোনও সঙ্কট এলে মানুষকে ধৈর্যের সঙ্গে কাজ করতে হয়। তিনি বলেন, যে মুহূর্তে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম স্থির হয়ে যাবে দেশের তেল সংস্থাগুলির পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির উপর লাগাম টানতে পারবে৷
লকডাউনের জেরে টানা ৮২ দিন তেলের দাম এক জায়গায় দাঁড়িয়ে থাকার পর আচমকা তা হ হু করে বেড়েই চলেছিল৷ গোটা দেশে ৭ জুন থেকে ধাপে ধাপে অনেকটাই বেড়েছে তেলের দাম ৷ একদিকে লকডাউন অন্যদিকে মূল্যবৃদ্ধি৷ সব মিলিয়ে নাজেহাল এক পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে সাধারণ মানুষকে ৷ তারই মধ্যে আপাত স্বস্তি তা বলা যেতেই পারে।