রাজ্যে দ্বিতীয় সর্বোচ্চ দামে পোট্রল বিকোচ্ছে আলিপুরদুয়ারে। ৮৩ পয়সা বে়ড়ে আজ আলিপুরদুয়ারে পেট্রলের দাম ১০৭.৫৯ টাকা। ডিজেলের দাম ৮০ পয়সা বেড়ে হয়েছে ৯২.৫৭ টাকা। সবচেয়ে বেশি দামে রাজ্যে জ্বালানি বিকোচ্ছে পুরুলিয়ায়। (ছবিটি প্রতীকী, সৌজন্য কেশব সিং/হিন্দুস্তান টাইমস)
উত্তর দিনাজপুর এবং বাঁকুড়ায় এদিন সবচেয়ে কম দাম বেড়েছে জ্বালানির। যথাক্রমে উত্তর দিনাজপুর ও বাঁকুড়ায় ২৬ পয়সা ও ৫২ পয়সা গাম বেড়েছে পেট্রলের। এর ফলে উত্তর দিনাজপুরে পেট্রলের দাম হয়েছে ১০৬.৫৭ টাকা এবং বাঁকুড়ায় পেট্রলের দাম ১০৬.৩৯ টাকা। বাঁকুড়ায় ডিজেলের দাম ৫১ পয়সা বেড়ে হয়েছে ৯১.৪৭ টাকা। উত্তর দিনাজপুরে ডিজেল বিকোচ্ছে ৯১.৬২ টাকায়। (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স)
কোচবিহারে পেট্রলের দাম বেড়ে হয়েছে ১০৭.৪৩ টাকা। ডিজেলের দাম বেড়ে হয়েছে ৯২.৪৩ টাকা। বীরভূে পেট্রলের দাম ১.০৬ টাকা বেড় হয়েছে ১০৬.৭৭ টাকা। ডিজেলের দাম বেড়ে হয়েছে ৯১.৮২ টাকা।দার্জিলিঙে পেট্রলের দাম বেড়ে হয়েছে ১০৬.০২ টাকা। ডিজেলের দাম বেড়ে হয়েছে ৯১.১১ টাকা। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)
/8 কলকাতায় এক লিটার পেট্রলের দাম পড়ছে ১০৬.৩৪ টাকা। এক লিটার ডিজেল বিকোচ্ছে ৯১.৪২ টাকায়। (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স)
হাওড়া ও হুগলিতে যথাক্রমে পেট্রলের দাম বেড়ে হয়েছে ১০৬.৩৪ এবং ১০৬.৭৭ টাকা। তাছাড়া এই দুই জেলায় ডিজেল বিকোচ্ছে ৯১.৪২ (হাওড়া) এবং ৯১.৮১ (হুগলি)। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
উত্তর ২৪ পরগনায় পেট্রলের দাম বেড়ে হয়েছে ১০৬.৯১ টাকা। ডিজেলের দাম বেড়ে হয়েছে ৯১.৯৪। দক্ষিণ ২৪ পরগনায় পেট্রলের দাম বেড়ে হয়েছে ১০৬.৭৪ এবং ডিজেলের দাম বেড়ে হয়েছে ৯১.৭৮ টাকা। (ছবি সৌজন্যে এএনআই)
পশ্চিম বর্ধমানে পেট্রলের দাম বেড়ে হয়েছে ১০৬.৬৮ এবং ডিজেলের দাম বেড়ে হয়েছে ৯১.৭৮ টাকা। পূর্ব বর্ধমানে পেট্রলের দাম বেড়ে হয়েছে ১০৬.৬৯ এবং ডিজেলের দাম বেড়ে হয়েছে ৯১.৭৪ টাকা।
পশ্চিম মেদিনীপুরে পেট্রলের দাম বেড়ে হয়েছে ১০৬.৬৮ টাকা। ডিজেলের দাম বেড়ে হয়েছে ৯১.৭০ টাকা। পূর্ব মেদিনীপুরে পেট্রলের দাম বেড়ে হয়েছে ১০৬.৭৩ এবং ডিজেলের দাম বেড়ে হয়েছে ৯১.৭৪। পুরুলিয়ায় পেট্রলের এবং ডিজেলের দাম যথাক্রমে ১০৭.৯৪ এবং ৯২.৯০।