Pay Commission DA: বকেয়া DA বাবদ কেউ পাবেন ২ লাখ টাকা, কোনও রাজ্য সরকারি কর্মচারীর প্রাপ্য ৪ লাখ

1/7মহার্ঘ ভাতা (ডিএ) মামলায় কলকাতা হাইকোর্টে জোরদার ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। তিন মাসের মধ্যে রাজ্যকে বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)

Indian rupees exchange hands for fuel for a motorbike at a Bharat Petroleum Corp. gas station in Hyderabad, India, on Wednesday, March 23, 2022. India�s urban consumption is driving recovery from late pandemic wave but has further intensified the divergence between cities and the hinterland, according to a report by�Citigroup Inc�released last week. Photographer: Dhiraj Singh/Bloomberg (Bloomberg)
2/7Indian rupees exchange hands for fuel for a motorbike at a Bharat Petroleum Corp. gas station in Hyderabad, India, on Wednesday, March 23, 2022. India�s urban consumption is driving recovery from late pandemic wave but has further intensified the divergence between cities and the hinterland, according to a report by�Citigroup Inc�released last week. Photographer: Dhiraj Singh/Bloomberg (Bloomberg)
সেই নিরিখে পঞ্চম বেতন কমিশনের আওতায় রাজ্য সরকারি কর্মচারীরা বকেয়া ডিএ বাবদ কয়েক লাখ টাকা পাবেন। পদ অনুযায়ী, কেউ পাবেন দু'লাখ টাকা। কারও অ্যাকাউন্টে ঢুকবে চার লাখ টাকা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)
3/7সেই নিরিখে পঞ্চম বেতন কমিশনের আওতায় রাজ্য সরকারি কর্মচারীরা বকেয়া ডিএ বাবদ কয়েক লাখ টাকা পাবেন। পদ অনুযায়ী, কেউ পাবেন দু’লাখ টাকা। কারও অ্যাকাউন্টে ঢুকবে চার লাখ টাকা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)
গ্রুপ 'ডি' কর্মী: মূল বেতন ৬,৬০০ টাকা। পঞ্চম বেতন কমিশনের বকেয়া আছে প্রায় দু'লাখ টাকা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)
4/7গ্রুপ ‘ডি’ কর্মী: মূল বেতন ৬,৬০০ টাকা। পঞ্চম বেতন কমিশনের বকেয়া আছে প্রায় দু’লাখ টাকা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)
গ্রুপ 'সি' কর্মী: তাঁদের মূল বেতন ৭,৩০০ টাকা। পঞ্চম বেতন কমিশন অনুযায়ী, তাঁদের বকেয়া আছে প্রায় ২ লাখ ২০ হাজার টাকা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
5/7গ্রুপ ‘সি’ কর্মী: তাঁদের মূল বেতন ৭,৩০০ টাকা। পঞ্চম বেতন কমিশন অনুযায়ী, তাঁদের বকেয়া আছে প্রায় ২ লাখ ২০ হাজার টাকা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
গ্রুপ 'বি' কর্মী: মূল বেতন ১০,৩০০ টাকা। পঞ্চম বেতন কমশনের বকেয়া প্রায় ৩ লাখ ১০ হাজার টাকা। (ছবিটি প্রতীকী)
6/7গ্রুপ ‘বি’ কর্মী: মূল বেতন ১০,৩০০ টাকা। পঞ্চম বেতন কমশনের বকেয়া প্রায় ৩ লাখ ১০ হাজার টাকা। (ছবিটি প্রতীকী)
গ্রুপ 'এ' কর্মী: মূল বেতন ১৩,৪০০ টাকা। পঞ্চম বেতন কমিশনের বকেয়া প্রায় চার লাখ টাকা। (ছবিটি প্রতীকী)
7/7গ্রুপ ‘এ’ কর্মী: মূল বেতন ১৩,৪০০ টাকা। পঞ্চম বেতন কমিশনের বকেয়া প্রায় চার লাখ টাকা। (ছবিটি প্রতীকী)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.