কমছে না, বরং পেট্রোল ও ডিজেলের দাম ক্রমশ বেড়েই চলেছে ভারতে। রবিবারের পর সোমবারও দিল্লি, কলকাতা, মুম্বই ও চেন্নাই-সহ দেশের সর্বত্রই বেড়েছে পেট্রোল ও ডিজেলের দাম। নতুন করে ২৮ পয়সা দাম বাড়ার পর রাজধানী দিল্লিতে সোমবার পেট্রোলের বর্ধিত দাম ৯৫.৩১ টাকা এবং ২৭ পয়সা বৃদ্ধির ডিজেলের দাম ৮৬.২২ টাকা। কলকাতায় লিটার প্রতি পেট্রোলের বর্ধিত দাম ৯৫.২৮ টাকা এবং ডিজেলের নতুন দাম ৮৯.০৭ টাকা|
মুম্বইয়ে ক্রমেই বেড়ে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম। মুম্বইয়ে সোমবার পেট্রোলের দাম পৌঁছেছে ১০১.৫২ টাকায় এবং ডিজেলের দাম ৯৩.৫৮ টাকা। চেন্নাইয়ে পেট্রোল ও ডিজেলের দাম বেড়ে হয়েছে, যথাক্রমে ৯৬.৭১ টাকা প্রতি লিটার এবং ৯০.৯২ টাকা প্রতি লিটার। কোনও দিন বাড়ছে, কোনও দিন আবার অপরিবর্তিত থাকছে, কিন্তু পেট্রোল ও ডিজেলের দাম কমার কোনও লক্ষণই দেখা যাচ্ছে না। ফলে রোজই চিন্তা বাড়ছে সাধারণ মানুষের। দুই জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস দেশের সাধারণ মানুষ।
2021-06-07