LPG Price: হোলিতে কলকাতায় LPG সিলিন্ডার মিলবে মাত্র ৬৫২ টাকায়, মিলতে পারে ফ্রি সিলিন্ডারও

ভোট মিটতেই আশঙ্কা করা হয়েছিল যে জ্বালানি তেল ও এলপিজি সিলিন্ডারের দাম বাড়বে। তবে এখনও পর্যন্ত সংস্থাগুলি গ্যাসের দাম বাড়ায়নি। আর এরই মধ্যে হোলিতে নিজের বাড়িতে সিলিন্ডার আনতে খরচ হতে পারে মাত্র ৬৩৪ টাকা। দিল্লিতে বর্তমানে ১৪.১ কেজির গ্যাস সিলিন্ডারের দাম চলে ৯০০ টাকা। আগামী দিনে সেই দাম ১০০০ হতে পারে। এদিকে দিল্লিতে ৬৩৩.৫০ টাকায় ১০ কেজি ওজনের কম্পোজিট সিলিন্ডার ভর্তি করা যাচ্ছে। মুম্বইতে ১০ কেজি গ্যাস সহ সিলিন্ডারের দাম ৬৩৪ টাকা। কলকাতায় এর দাম ৬৫২ টাকা এবং চেন্নাইতে ৬৪৫ টাকা। জয়পুরে এই সিলিন্ডারের জন্য ৬৩৭ টাকা দিতে হবে। একই সময়ে, লখনউতে এর দাম ৬৬০ টাকা এবং পটনায় এটি প্রায় ৬৯৭ টাকা।

উল্লেখ্য, কম্পোজিট গ্যাস সিলিন্ডার ১০ কেজি গ্যাস ধারণ করে। এই সিলিন্ডারটি সাধারণ সিলিন্ডারের তুলনায় অনেক হালকা এবং স্বচ্ছ হয়। এটি সহজেই এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া যায়। যে বাড়িতে কম গ্যাস খরচ হয়, তাদের জন্য খুবই উপযোগী এই সিলিন্ডার। কম্পোজিট সিলিন্ডার লোহার সিলিন্ডারের চেয়ে ৭ কেজি হালকা। এর তিনটি স্তর রয়েছে। বর্তমানে ব্যবহৃত খালি সিলিন্ডারটির ওজন ১৭ কেজি এবং গ্যাসে পূর্ণ হলে এটির ওজন ৩১ কেজির কিছু বেশি।ট্রেন্ডিং স্টোরিজ

এদিকে এরই মাঝে বিজেপির ইস্তেহার অনুযায়ী, প্রতি বছর হোলি ও দীপাবলিতে উজ্জ্বলা সংযোগে দুটি বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দেওয়া হবে। এখন দেখার বিষয় এই হোলিতে বিনামূল্যে সিলিন্ডার পাওয়া যায় কি না? উল্লেখ্য, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, মণিপুর, গোয়ায় বিজেপি সরকারের প্রত্যাবর্তন ঘটেছে এবং পঞ্জাবে কংগ্রেসের বিদায় ঘটেছে সদ্য সমাপ্ত নির্বাচনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.