LPG Cylinder Price Hike: ইউক্রেন সংকটের মাঝে এক শটেই সেঞ্চুরি! একলাফে গ্যাস সিলিন্ডারের দাম বাড়ল অনেকটা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মাঝেই ১ মার্চ থেকে এলপিজি সিলিন্ডারের নতুন দর প্রকাশ করল জ্বালানি উত্পাদনকারী সংস্থা। সংস্থার তরফে জানানো হল, আজ থেকে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১০৫ টাকা করে বেড়েছে। এদিকে অনেক বিশেষজ্ঞের মতে, ৭ মার্চ উত্তরপ্রদেশে শেষ পর্বের ভোট সম্পন্ন হলে পরে গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের দামও বাড়তে পারে। এমন পরিস্থিতিতে নির্বাচনের পর অর্থাৎ ৭ মার্চের পর যে কোনও সময় গার্হস্থ্য গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ১০০ থেকে ২০০ টাকার বেশি বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

উল্লেখ্য, ২০২১ সালের ৬ অক্টোবর থেকে গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত থেকেছে। যদিও এই সময়ের মধ্যে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১০২ ডলার হয়েছে। তবে এই সময়কালে মধ্যে বাণিজ্যিক সিলিন্ডারের দামে উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে। ২০২১ সালের অক্টোবর থেকে ২০২২ সালের ১ ফেব্রুয়ারির মধ্যে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৭০ টাকা বেড়েছে। ১ অক্টোবর দিল্লিতে একটি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ছিল ১৭৩৬ টাকা। নভেম্বরে তা ২০০০ এবং ডিসেম্বরে ২১০১ টাকা হয়ে যায়। এর পরে জানুয়ারি ও ফেব্রুয়ারিতে সিলিন্ডারের দাম দুই দফায় কমে হয় ১৯০৭ টাকা। তবে মার্চে ফের দাম বাড়ল বাণিজ্যিক গ্যাস সিলিডন্ডারের।ট্রেন্ডিং স্টোরিজ

১ মার্চ থেকে দিল্লিতে ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১৯০৭ টাকার পরিবর্তে ২০১২ টাকা হয়েছে। কলকাতায় আজ থেকে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১৯৮৭ থেকে বেড়ে ২০৯৫ হয়েছে। মুম্বইতে এর দাম ১৮৫৭ টাকা থেকে বেড়ে ১৯৬৩ টাকা হয়েছে। চেন্নাইতে ১৯ কেজি ওজনের গ্যাস সিলিন্ডার কিনতে খসাতে হবে ২১৪৫ টাকা ৫০ পয়সা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.