Jio Recharge Plans: গ্রাহকদের জোরালো ধাক্কা Jio-র, আজ থেকে রিচার্জের ক্ষেত্রে পড়বে বেশি খরচ

1/5এপ্রিলের শুরুতেই জোরদার ধাক্কা দিল রিলায়েন্স জিয়ো (Reliance Jio)। একাধিক প্রতিবেদনে এরকমই জানানো হয়েছে। (ছবিটি প্রতীকী)

২০০ টাকার বেশি রিচার্জ করলে যে JioMart-এ ২০ শতাংশ ক্যাশব্যাকের যে সুযোগ দেওয়া হত, তা আজ থেকে বন্ধ হয়ে যাচ্ছে। এমনটাই জানানো হয়েছে টেলিকম টকের রিপোর্টে। অর্থাৎ এতদিন কয়েকটি প্ল্যান রিচার্জের ক্ষেত্রে ক্যাশব্যাক পাওয়ায় গ্রাহকদের যে খরচ কিছুটা কমত, তা কমবে না। (ছবিটি প্রতীকী)
2/5২০০ টাকার বেশি রিচার্জ করলে যে JioMart-এ ২০ শতাংশ ক্যাশব্যাকের যে সুযোগ দেওয়া হত, তা আজ থেকে বন্ধ হয়ে যাচ্ছে। এমনটাই জানানো হয়েছে টেলিকম টকের রিপোর্টে। অর্থাৎ এতদিন কয়েকটি প্ল্যান রিচার্জের ক্ষেত্রে ক্যাশব্যাক পাওয়ায় গ্রাহকদের যে খরচ কিছুটা কমত, তা কমবে না। (ছবিটি প্রতীকী)
শুক্রবার সকালে জিয়োর (Jio) ওয়েবসাইট থেকে রিচার্জের ক্ষেত্রে JioMart Maha Cashback-র কোনও অফার দেখানো হচ্ছে না। (ছবিটি প্রতীকী)
3/5শুক্রবার সকালে জিয়োর (Jio) ওয়েবসাইট থেকে রিচার্জের ক্ষেত্রে JioMart Maha Cashback-র কোনও অফার দেখানো হচ্ছে না। (ছবিটি প্রতীকী)
JioMart Maha Cashback কোথায় কোথায় ব্যবহার করা হয়? রিলায়েন্স রিটেলের তরফে তা শুরু করা হয়েছিল। রিলায়েন্স স্মার্ট-সহ রিলায়েন্স ইন্ড্রাস্টিজ লিমিটেডের যে কোনও প্ল্যাটফর্মে কেনাকাটার ক্ষেত্রে JioMart Maha Cashback-র সুবিধা পেতেন গ্রাহকরা। Reliance Fresh/Smart Point/JioMart, Reliance Digital/My Jio Store/Jio Points, Reliance Trends/Ajio বা Netmeds থেকে কিছু কিনলেও JioMart Maha Cashback-র সুবিধা মিলত। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
4/5JioMart Maha Cashback কোথায় কোথায় ব্যবহার করা হয়? রিলায়েন্স রিটেলের তরফে তা শুরু করা হয়েছিল। রিলায়েন্স স্মার্ট-সহ রিলায়েন্স ইন্ড্রাস্টিজ লিমিটেডের যে কোনও প্ল্যাটফর্মে কেনাকাটার ক্ষেত্রে JioMart Maha Cashback-র সুবিধা পেতেন গ্রাহকরা। Reliance Fresh/Smart Point/JioMart, Reliance Digital/My Jio Store/Jio Points, Reliance Trends/Ajio বা Netmeds থেকে কিছু কিনলেও JioMart Maha Cashback-র সুবিধা মিলত। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
কতদিন JioMart Maha Cashback ব্যবহার করা যাবে? সূত্র উদ্ধৃত করে ‘হিন্দুস্তান টাইমস’ গ্রুপের 'লাইভ হিন্দুস্তান'-এ জানানো হয়েছে, আগামী ৩০ এপ্রিল পর্যন্ত JioMart Maha Cashback-র সুবিধা মিলবে। অর্থাৎ আপনি ৩১ মার্চের মধ্যে রিচার্জ করলে যদি JioMart Maha Cashback-র অফার পান, তাহলে সেই ক্যাশব্যাক ৩০ এপ্রিল পর্যন্ত নিতে পারবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
5/5কতদিন JioMart Maha Cashback ব্যবহার করা যাবে? সূত্র উদ্ধৃত করে ‘হিন্দুস্তান টাইমস’ গ্রুপের ‘লাইভ হিন্দুস্তান’-এ জানানো হয়েছে, আগামী ৩০ এপ্রিল পর্যন্ত JioMart Maha Cashback-র সুবিধা মিলবে। অর্থাৎ আপনি ৩১ মার্চের মধ্যে রিচার্জ করলে যদি JioMart Maha Cashback-র অফার পান, তাহলে সেই ক্যাশব্যাক ৩০ এপ্রিল পর্যন্ত নিতে পারবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.