Jio Data Plans: পাবেন ১৬৮ GB হাইস্পিড ডেটা Jio-র এই প্ল্যানে, দিনে খরচ মাত্র ৮.৫৫ টাকা!

1/5গত বছর প্রিপেড রিচার্জের খরচ বেড়েছে। এমন অবস্থায় সকলেই সস্তায় বেশি দিনের প্ল্যানের খোঁজ করছেন।(ছবিটি প্রতীকী, সৌজন্য এএনআই) (ANI)

ভারতে সবচেয়ে জনপ্রিয় প্ল্যানগুলি হল ২৮ দিন এবং ৮৪ দিনের। এই গ্যালারিতে ৮৪ দিনের জন্য জিও-র সবচেয়ে সস্তা ৩টি প্ল্যানের সম্পর্কে জানতে পারবেন। ফাইল ছবি : হিন্দুস্তান টাইমস বাংলা  (HT Bangla)
2/5ভারতে সবচেয়ে জনপ্রিয় প্ল্যানগুলি হল ২৮ দিন এবং ৮৪ দিনের। এই গ্যালারিতে ৮৪ দিনের জন্য জিও-র সবচেয়ে সস্তা ৩টি প্ল্যানের সম্পর্কে জানতে পারবেন। ফাইল ছবি : হিন্দুস্তান টাইমস বাংলা  (HT Bangla)
Jio ৩৯৫ টাকার প্রিপেড প্ল্যান: সংস্থার সবচেয়ে সস্তার ৮৪ দিনের প্ল্যান হল ৩৯৫ টাকার। এতে মোট ৬ জিবি ডেটা পাবেন। এই ডেটা আপনি মেয়াদের মধ্যে যে কোনও দিন ব্যবহার করতে পারবেন। ডেটার সীমা শেষ হওয়ার পরে, গতি কমে যাবে 64kbps-এ। সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিং এবং মোট ১,০০০টি SMS পাবেন। এছাড়াও JioTV, JioCinema, JioSecurity-র মতো Jio অ্যাপগুলির সাবস্ক্রিপশন পাবেন। ছবি: জিও-র ওয়েবসাইট (Jio Website)
3/5Jio ৩৯৫ টাকার প্রিপেড প্ল্যান: সংস্থার সবচেয়ে সস্তার ৮৪ দিনের প্ল্যান হল ৩৯৫ টাকার। এতে মোট ৬ জিবি ডেটা পাবেন। এই ডেটা আপনি মেয়াদের মধ্যে যে কোনও দিন ব্যবহার করতে পারবেন। ডেটার সীমা শেষ হওয়ার পরে, গতি কমে যাবে 64kbps-এ। সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিং এবং মোট ১,০০০টি SMS পাবেন। এছাড়াও JioTV, JioCinema, JioSecurity-র মতো Jio অ্যাপগুলির সাবস্ক্রিপশন পাবেন। ছবি: জিও-র ওয়েবসাইট (Jio Website)
Jio ৬৬৬ টাকার প্রিপেড প্ল্যান : তালিকার দ্বিতীয় প্ল্যানটি হল ৬৬৬ টাকার। এই প্ল্যানে ৮৪ দিনের জন্য প্রতিদিন ১.৫ জিবি করে ডেটা পাবেন। মোট ডেটা ১২৬ GB। এর পাশাপাশি আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১০০টি SMS পাবেন। এছাড়াও JioTV, JioCinema, JioSecurity-র মতো Jio অ্যাপগুলির সাবস্ক্রিপশন পাবেন।  ছবি: জিও-র ওয়েবসাইট (Jio Website)
4/5Jio ৬৬৬ টাকার প্রিপেড প্ল্যান : তালিকার দ্বিতীয় প্ল্যানটি হল ৬৬৬ টাকার। এই প্ল্যানে ৮৪ দিনের জন্য প্রতিদিন ১.৫ জিবি করে ডেটা পাবেন। মোট ডেটা ১২৬ GB। এর পাশাপাশি আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১০০টি SMS পাবেন। এছাড়াও JioTV, JioCinema, JioSecurity-র মতো Jio অ্যাপগুলির সাবস্ক্রিপশন পাবেন।  ছবি: জিও-র ওয়েবসাইট (Jio Website)
Jio ৭১৯ টাকার প্রিপেড প্ল্যান: এই প্ল্যানটির ভ্যালিডিটি ও অন্যান্য ফিচার ৬৬৬ টাকার প্ল্যানের মতোই। তবে এতে প্রতিদিন ২ জিবি করে ডেটা পাবেন। অর্থাৎ মোট ১৬৮ জিবি ডেটা পাবেন। দিনে খরচ পড়বে ৮.৫৫ টাকা। ছবি: জিও-র ওয়েবসাইট (Jio Website)
5/5Jio ৭১৯ টাকার প্রিপেড প্ল্যান: এই প্ল্যানটির ভ্যালিডিটি ও অন্যান্য ফিচার ৬৬৬ টাকার প্ল্যানের মতোই। তবে এতে প্রতিদিন ২ জিবি করে ডেটা পাবেন। অর্থাৎ মোট ১৬৮ জিবি ডেটা পাবেন। দিনে খরচ পড়বে ৮.৫৫ টাকা। ছবি: জিও-র ওয়েবসাইট (Jio Website)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.