1/4TelecomTalk-এর রিপোর্ট অনুসারে, কয়েক সপ্তাহ আগে, এয়ারটেল একটি নতুন প্ল্যান নিয়ে এসেছে। এই প্ল্যান বেশি খরচে পুরনো প্ল্যানের সুবিধা দেয়। এয়ারটেলের ৯৯৯ টাকার প্ল্যানটি নতুন লঞ্চ করা হয়েছে ১১৯৯ টাকা মূল্যে।
2/4এয়ারটেল ব্যবহারকারীদের ২০০ জিবি পর্যন্ত রোলওভার সহ প্রতিটি অ্যাড-অন সংযোগের জন্য ১৫০জিবি মাসিক ডেটা + ৩০জিবি অ্যাড-অন ডেটা অফার করে৷ ব্যবহারকারীরা এই প্ল্যানে পরিবারের দুই সদস্যের জন্য বিনামূল্যে অ্যাড-অন ভয়েস সংযোগ পেতে পারেন। পাশাপাশি এই প্ল্যানের সাথে সীমাহীন ভয়েস কলিং এবং দৈনিক ১০০টি SMS অন্তর্ভুক্ত রয়েছে৷
3/4পাশাপাশি গ্রাহকরা এয়ারটেল থ্যাঙ্কস প্ল্যাটিনাম রিওয়ার্ডও পাবেন এই প্ল্যানের সঙ্গে। এর ফলে ব্যবহারকারীরা এই প্ল্যানের সাথে পান নেটফ্লিক্সের বেসিক মাসিক সাবস্ক্রিপশন। কোনও অতিরিক্ত খরচ ছাড়াই ছয় মাসের জন্য অ্যামাডন প্রাইমের সাবস্ক্রিপশন, ডিজনি হটস্টারের মোবাইল প্ল্যান, উইঙ্ক প্রিমিয়ামের মেম্বরশিপও মিলবে এই প্ল্যানে।
4/4আজ, আপনি যদি ভারতী এয়ারটেলের ৯৯৯ টাকার পোস্টপেড প্ল্যান নেন, আপনি এই সুবিধাগুলি পেতে পারেন – ১০০ ডিবি ডেটা (প্রতিটি অ্যাড-অন সংযোগ ৩০ ডিবি দেয়), ১০০ জিবি মাসিক ডেটার সঙ্গে ২০০ জিবি পর্যন্ত রোলওভার, আনলিমিটেড ভয়েস কলিং এবং দৈনিক ১০০ SMS। এই প্ল্যানের সাথে মোট দুটি অ্যাড-অন সংযোগও থাকতে পারে৷