অবিশ্বাস্য! Jio-কে হারিয়ে দিল BSNL

1/6নতুন ব্রডব্যান্ড সংযোগের নিরিখে Reliance Jio-কে হারিয়ে দিল BSNL। হঠাত্ই বিপুল হারে বাড়তে শুরু করেছে রাষ্ট্রায়ত্ব সংস্থাটির গ্রাহক। ফাইল ছবি : পিটিআই  (PTI)

 TRAI-এর রিপোর্ট অনুযায়ী চলতি বছর জুলাই মাসে মোট ৫.০৬ লক্ষ নতুন ব্রডব্যান্ড গ্রাহক BSNL নিয়েছেন। ফাইল ছবি : রয়টার্স  (Reuters)
2/6 TRAI-এর রিপোর্ট অনুযায়ী চলতি বছর জুলাই মাসে মোট ৫.০৬ লক্ষ নতুন ব্রডব্যান্ড গ্রাহক BSNL নিয়েছেন। ফাইল ছবি : রয়টার্স  (Reuters)
অন্যদিকে এই জুলাই মাসেই Jio-র ব্রডব্যান্ড নেটওয়ার্কে ২.৫৯ লক্ষ নতুন গ্রাহক যুক্ত হয়েছেন। ফাইল ছবি : ব্লুমবার্গ  (Bloomberg)
3/6অন্যদিকে এই জুলাই মাসেই Jio-র ব্রডব্যান্ড নেটওয়ার্কে ২.৫৯ লক্ষ নতুন গ্রাহক যুক্ত হয়েছেন। ফাইল ছবি : ব্লুমবার্গ  (Bloomberg)
অর্থাত্ জিও-র তুলনায় প্রায় দ্বিগুণ সংখ্যক ব্যক্তি বিএসএনএল-এর ব্রডব্যান্ড পরিষেবা নিয়েছেন। ফাইল ছবি : টুইটার  (Twitter)
4/6অর্থাত্ জিও-র তুলনায় প্রায় দ্বিগুণ সংখ্যক ব্যক্তি বিএসএনএল-এর ব্রডব্যান্ড পরিষেবা নিয়েছেন। ফাইল ছবি : টুইটার  (Twitter)
তবে এখনও মোট গ্রাহকের সংখ্যার নিরিখে এখনও দেশে এক নম্বরে রিলায়েন্স জিও। তাদের বাজার দখল ২৮.৩১ শতাংশ। বিএসএনএল-এর সেখানে বাজারে উপস্থিতি ১০.৩৫ শতাংশ। বিএসএনএল-এর ব্রডব্যান্ডের অন্যতম বড় গ্রাহক সরকারি প্রতিষ্ঠানগুলি। ছবি : মিন্ট  (MINT )
5/6তবে এখনও মোট গ্রাহকের সংখ্যার নিরিখে এখনও দেশে এক নম্বরে রিলায়েন্স জিও। তাদের বাজার দখল ২৮.৩১ শতাংশ। বিএসএনএল-এর সেখানে বাজারে উপস্থিতি ১০.৩৫ শতাংশ। বিএসএনএল-এর ব্রডব্যান্ডের অন্যতম বড় গ্রাহক সরকারি প্রতিষ্ঠানগুলি। ছবি : মিন্ট  (MINT )
২০২১-এর জুলাই মাসে ১.২৫ লক্ষ নতুন গ্রাহক এয়ারটেলের ব্রডব্যান্ড নিয়েছিলেন। Vodafone নিয়েছিলেন ১১,৩৪০ জন। রয়টার্স : রূপক দে চৌধুরি (REUTERS/Rupak De Chowdhuri)
6/6২০২১-এর জুলাই মাসে ১.২৫ লক্ষ নতুন গ্রাহক এয়ারটেলের ব্রডব্যান্ড নিয়েছিলেন। Vodafone নিয়েছিলেন ১১,৩৪০ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.