1/7সম্পতি পেট্রোল-ডিজেলে কিছুটা আবগারি শুল্ক কমানো হয়েছে। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে কিছুটা দাম কমার কথা। কিন্তু এখনও রাজ্যের VAT-এর কারণে বহু স্থানেই তুঙ্গে দাম। ফাইল ছবি: রয়টার্স (Amit Sharma/HT)
2/7বিজেপি বা বিজেপি সমর্থিত রাজ্য এবং অ-বিজেপি সরকারের মধ্যে দামের পার্থক্য বেশ লক্ষণীয়। ছবি: এএনআই (ANI) (Amit Sharma/HT)
3/7অ-বিজেপি রাজ্যগুলি VAT ছাড়তে নারাজ। আর তার ফলে সেখানে পেট্রোল-ডিজেল তুলনামূলকভাবে ব্যয়বহুল। ফাইল ছবি : পিটিআই (Amit Sharma/HT)
4/7এখনও,অ-বিজেপি রাজ্যগুলিতে ভ্যাট না কমানোর কারণে পেট্রোলের দাম ১০০ টাকার উপরে। অন্যদিকে মণিপুর, মধ্যপ্রদেশ, বিহার এবং কর্ণাটক বাদে, যে রাজ্যগুলিতে বিজেপি বা এনডিএ সরকার আছে সেখানে পেট্রোলের দাম ১০০ টাকার নিচে। উদাহরণস্বরূপ, উত্তরপ্রদেশে পেট্রোলের দাম ৯৬ টাকা প্রতি লিটার। ফাইল ছবি : পিটিআই (Amit Sharma/HT)
5/7আবার, তামিলনাড়ু, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, রাজস্থান, ছত্তিশগড়ের মতো নন-এনডিএ রাজ্যগুলিতে পেট্রোলের দাম প্রতি লিটার প্রায় ১১১ টাকা। যদিও ঝাড়খণ্ড, দিল্লি এবং পঞ্জাবে পেট্রোলের দাম ১০০ টাকার নিচে। ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস (Amit Sharma/HT)
6/7যদি বিজেপিশাসিত এবং অ-বিজেপি রাজ্যগুলিতে পেট্রোলের গড় দাম তুলনা করা যাক। দেখা যাবে পেট্রোলের দামে প্রতি লিটারে প্রায় ৫ টাকার পার্থক্য রয়েছে। ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস (Amit Sharma/HT)
7/7২৬ মে পশ্চিমবঙ্গে পেট্রোলের দাম ছিল ১০৬.৮১ টাকা করে। ফাইল ছবি : এএনআই (Amit Sharma/HT)