1/6দাম বাড়তে পারে ভোজ্য তেল, মশলা, চা, কফি, চিনি, কয়লা, ভারতীয় মিষ্টির। 2/6দাম বাড়তে পারে জীবন রক্ষাকারী ওষুধ (যেমন ইনসুলিন), বরফ, হাঁটার লাঠি, ভিন্নভাবে সক্ষম ব্যক্তিদের জন্য বিভিন্ন জিনিসপত্র (যেমন ব্রেইল পেপার, ব্রেইল ঘড়ি, শ্রবণ যন্ত্র) বা হুইলচেয়ারের যন্ত্রাংশের। 3/6দাম বাড়তে পারে ফ্লাই অ্যাশ ব্লক, বায়োগ্যাস, ধূপ কাঠি, ঘুড়ি, প্রাকৃতিক কর্ক, ভাঙা মার্বেল, কাজুবাদাম, ম্যাটিং, কয়ার ম্যাট এবং মেঝের আচ্ছাদনের। 4/6দাম বাড়তে পারে চাক্কি আটা, ফার্স্ট ডে রাজস্ব স্ট্যাম্প, স্ট্যাম্প পোস্টমার্ক কভারেরও। পাশাপাশি খরচ বাড়তে পারে প্রিন্ট মিডিয়া বিজ্ঞাপনের। 5/6খরচ বাড়তে পারে এসি যানবাহন এবং রেডিও ট্যাক্সিতে পরিবহণ পরিষেবার। তাছাড়া বিমান যাত্রা, অন্যদেশ থেকে আমদানি করা আরও কিছু পণ্যের দাম বাড়তে পারে করের স্ল্যাব পরিবর্তনের জেরে। 6/6পাতার তৈরি থালা, গ্লাস প্লেট, হীরের কাজ, শুকনো হলুদ, ধাতু, সংরক্ষিত সবজি, ফসফরিক অ্যাসিড, হাতে তৈরি কার্পেট, ইথানোল, মেরিন ইঞ্জিন, ই-বুকেরও দাম বাড়তে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্য মিন্ট) 2022-03-06