আদানির থেকে কতটা পিছিয়ে আম্বানি? বিশ্বের দশ ধনীর তালিকায় দু’জনেই

1/6বিশ্বের দশ ধনীতমের তালিকায় ভারতের দুই শিল্পপতি। একজন মুকেশ আম্বানি এবং অপরজন গৌতম আদানি। সম্প্রতি গৌতম আদানি এশিয়ার বৃহত্তম ধনকুবেরের মুকুট ছিনিয়ে নিয়েছেন। তার আগে এটি ছিল মুকেশ আম্বানির দখলে। প্রতীকী ছবি: হিন্দুস্তান টাইমস বাংলা (HT Bangla)

ফোর্বস এবং ব্লুমবার্গ উভয় তালিকা অনুযায়ী বিশ্বের ষষ্ঠ ধনীতম ব্যক্তি গৌতম আদানি। মুকেশ আম্বানির স্থান কত? (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই) (HT Bangla)
2/6ফোর্বস এবং ব্লুমবার্গ উভয় তালিকা অনুযায়ী বিশ্বের ষষ্ঠ ধনীতম ব্যক্তি গৌতম আদানি। মুকেশ আম্বানির স্থান কত? (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই) (HT Bangla)
ফোর্বসের তালিকায় দুই ধাপ এগিয়ে এসেছেন রিলায়েন্স গোষ্ঠীর প্রধান। মুকেশ আম্বানি বর্তমানে বিশ্বের সপ্তম ধনীতম ব্যক্তি। অর্থাত্ তাঁর স্থান আদানির ঠিক পরেই। এতদিন নবম স্থানে ছিলেন। ব্লুমবার্গের তালিকায় আম্বানি অষ্টম স্থানে রয়েছেন। (ফাইল ছবি, সৌজন্য রয়টার্স) (HT Bangla)
3/6ফোর্বসের তালিকায় দুই ধাপ এগিয়ে এসেছেন রিলায়েন্স গোষ্ঠীর প্রধান। মুকেশ আম্বানি বর্তমানে বিশ্বের সপ্তম ধনীতম ব্যক্তি। অর্থাত্ তাঁর স্থান আদানির ঠিক পরেই। এতদিন নবম স্থানে ছিলেন। ব্লুমবার্গের তালিকায় আম্বানি অষ্টম স্থানে রয়েছেন। (ফাইল ছবি, সৌজন্য রয়টার্স) (HT Bangla)
আদানি গোষ্ঠীর প্রধান গৌতম আদানির নেট ওয়ার্থ ১০৫.৮ বিলিয়ন মার্কিন ডলার। (ফাইল ছবি, সৌজন্যে সমীর জানা/হিন্দুস্তান টাইমস) (HT Bangla)
4/6আদানি গোষ্ঠীর প্রধান গৌতম আদানির নেট ওয়ার্থ ১০৫.৮ বিলিয়ন মার্কিন ডলার। (ফাইল ছবি, সৌজন্যে সমীর জানা/হিন্দুস্তান টাইমস) (HT Bangla)
অন্যদিকে মুকেশ আম্বানির মোট সম্পদের পরিমাণ ৯৭.৬ বিলিয়ন মার্কিন ডলার। ফাইল ছবি : রয়টার্স (HT Bangla)
5/6অন্যদিকে মুকেশ আম্বানির মোট সম্পদের পরিমাণ ৯৭.৬ বিলিয়ন মার্কিন ডলার। ফাইল ছবি : রয়টার্স (HT Bangla)
এক নম্বর স্থানে অটল রয়েছেন টেসলা-স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক। তাঁর নেট ওয়ার্থ ১৯৩ বিলিয়ন মার্কিন ডলার। (ফাইল ছবি, সৌজন্য রয়টার্স) (HT Bangla)
6/6এক নম্বর স্থানে অটল রয়েছেন টেসলা-স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক। তাঁর নেট ওয়ার্থ ১৯৩ বিলিয়ন মার্কিন ডলার। (ফাইল ছবি, সৌজন্য রয়টার্স) (HT Bangla)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.