Home Loan-গৃহঋণে সুদের হার, প্রসেসিং ফি হ্রাস করল SBI

1/5সামনেই উত্সবের মরসুম। আর তার আগে গৃহঋণে সুদের হার কমালো ভারতীয় স্টেট ব্যাঙ্ক (SBI)। কমানো হল প্রসেসিং ফি-ও। ফাইল ছবি : রয়টার্স  (REUTERS)

মাত্র ৬.৭০% হারে গৃহঋণ পাওয়া যাবে। কত টাকার ঋণ নিচ্ছেন তার উপর এটি নির্ভরশীল নয়। ফাইল ছবি : মিন্ট  (MINT_PRINT)
2/5মাত্র ৬.৭০% হারে গৃহঋণ পাওয়া যাবে। কত টাকার ঋণ নিচ্ছেন তার উপর এটি নির্ভরশীল নয়। ফাইল ছবি : মিন্ট  (MINT_PRINT)
এতদিন ৭৫ লক্ষ টাকার বেশি অঙ্কের গৃহঋণের ক্ষেত্রে ৭.১৫% হারে সুদ ধার্য হত। নয়া ঘোষণায় ৪৫ বিপিএস সুদ কমিয়েছে স্টেট ব্যাঙ্ক। ফাইল ছবি : ব্লুমবার্গ (Bloomberg)
3/5এতদিন ৭৫ লক্ষ টাকার বেশি অঙ্কের গৃহঋণের ক্ষেত্রে ৭.১৫% হারে সুদ ধার্য হত। নয়া ঘোষণায় ৪৫ বিপিএস সুদ কমিয়েছে স্টেট ব্যাঙ্ক। ফাইল ছবি : ব্লুমবার্গ (Bloomberg)
এছাড়া গৃহঋণের ক্ষেত্রে বেতনভোগী-অবেতনভোগী ক্যাটাগরির মধ্যে পার্থক্যও আপাতত তুলে দিল ভারতীয় স্টেট ব্যাঙ্ক। আগে অবেতনভোগী, অর্থাত্ ফ্রিল্যান্সার, ব্যবসায়ী ইত্যাদি ক্ষেত্রে গৃহঋণে অতিরিক্ত ১৫ বিপিস বেশি সুদ কাটা হত। ফাইল ছবি : রয়টার্স (REUTERS)
4/5এছাড়া গৃহঋণের ক্ষেত্রে বেতনভোগী-অবেতনভোগী ক্যাটাগরির মধ্যে পার্থক্যও আপাতত তুলে দিল ভারতীয় স্টেট ব্যাঙ্ক। আগে অবেতনভোগী, অর্থাত্ ফ্রিল্যান্সার, ব্যবসায়ী ইত্যাদি ক্ষেত্রে গৃহঋণে অতিরিক্ত ১৫ বিপিস বেশি সুদ কাটা হত। ফাইল ছবি : রয়টার্স (REUTERS)
দেশের বৃহত্তম ঋণদাতা ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এখনও পর্যন্ত দেশে ৩০ লক্ষেরও বেশি মানুষ এসবিআইয়ের গৃহঋণ নিয়ে বাড়ি কিনেছেন। ফাইল ছবি : মিন্ট (MINT_PRINT)
5/5দেশের বৃহত্তম ঋণদাতা ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এখনও পর্যন্ত দেশে ৩০ লক্ষেরও বেশি মানুষ এসবিআইয়ের গৃহঋণ নিয়ে বাড়ি কিনেছেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.