মুহূর্তের মধ্যে সোনার দাম বাড়ল ১,৪০০ টাকা, ‘যুদ্ধের’ জেরে ভেঙে যাবে রেকর্ড?

রাশিয়ার ‘সামরিক অভিযানের’ ধাক্কায় ভারতে লাফিয়ে বাড়ল সোনার দাম। বৃহস্পতিবার বাজার খোলার পরই এমসিএক্স সূচকে ১০ গ্রাম সোনার দাম ১,৪০০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৫১,৭৫০ টাকা। যা এক বছরে সবথেকে দামী হয়ে গিয়েছে।

বিশ্ব বাজারেও লাফিয়ে বেড়েছে সোনার দাম। বৃহস্পতিবার বিশ্ব বাজারে এক আউন্স স্পট গোল্ডের দাম ১,৯২৫ ডলারের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। ছুঁয়ে ফেলেছে ১,৯৫০ ডলারের স্তর। যা ১৩ মাসে সর্বাধিক। বিশেষজ্ঞদের মতে, রাশিয়া এবং ইউক্রেনের সংঘাতের জেরে এমনিতেই বাজারে অপরিশোধিত তেল এবং সোনার দাম। বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘সামরিক অভিযান’ ঘোষণার পর বাজারের উদ্বেগ আরও বেড়েছে। তার জেরে হুড়মুড়িয়ে বেড়েছে দাম। যে উত্থান আগামিদিনেও অব্যাহত থাকবে। ধাপে ধাপে এক আউন্স হলুদ ধাতুর দাম ১,৯৫০ ডলার, ১,৯৮০ ডলার এবং তারপর ২,০০০ ডলারে পৌঁছে যেতে পারে।ট্রেন্ডিং স্টোরিজ

উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল ছ’টার কিছুটা আগে (স্থানীয় সময়) টেলিভিশন বার্তায় পুতিন বলেন, ‘আমি সামরিক অভিযানের সিদ্ধান্ত নিয়েছি।’ ইউক্রেনের বাহিনীকে অস্ত্র ছাড়ার বার্তা দেওয়ার পাশাপাশি আমেরিকা-সহ পশ্চিমী দুনিয়াকে পুতিন হুঁশিয়ারি দেন, যে দেশ সেই ‘সামরিক অভিযানে’ হস্তক্ষেপ করবে, তাদের ফল ভুগতে হবে। পালটা হুঁশিয়ারি দিয়েছে আমেরিকা। 

সেই পরিস্থিতিতে হুলুস্থুলু পড়ে গেল বিশ্ব বাজারে। ব্যারেলপিছু অপরিশোধিত তেলের দাম ১০০ ডলার ছাড়িয়ে গিয়েছে। তার ফলে আট বছরে এই প্রথমবার আন্তর্জাতিক বাজারে ১০০ ডলারের গণ্ডি ছাড়িয়েছে অপরিশোধিত তেলের দাম। একইভাবে রক্ত ঝরেছে ভারতের বাজারেও। বড়সড় পতনের মুখে পড়েছে সেনসেক্স। নেমে গিয়েছে ১,৪২৮.৩৪ পয়েন্ট। শেয়ার বাজার খোলার পরই ৫১৪.৩৫ পয়েন্ট পড়ে গিয়েছে নিফটি। একটি মহলের আশঙ্কা, যদি এই ‘যুদ্ধ’ চলতে থাকে, তাহলে ভারতে সোনার দাম সর্বকালীন রেকর্ডও ভেঙে দিতে পারে। ২০২০ সালের অগস্টে ১০ গ্রাম সোনার দাম ৫৬,২০০ টাকায় পৌঁছে গিয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.