সোনার দামে বড় ফারাক, অক্ষয় তৃতীয়ায় ভালো খবরের অপেক্ষা

 গত কয়েকদিন ধরেই একটু একটু করে সস্তা হয়েছে পেট্রোল-ডিজেলের দাম। সেই সঙ্গে সোনার দামেও এসেছে বদল। ২৪ ক্যারাট সোনার গ্রাম প্রতি দাম আরও আকর্ষণীয় হয়েছে৷

রবিবারের তুলনায় সোমবার কলকাতায় ২৪ ক্যারাট সোনার দাম বেড়েছে ১ গ্রামের দাম ৩,৩১৭.৬০ টাকা (বেড়েছে ১১৭.৬০ টাকা), ৮ গ্রামের দাম ২৬,৫৪০.৮০ টাকা (বেড়েছে ৯৪০.৮০ টাকা), ১০ গ্রামের দাম ৩৩,১৭৬ টাকা (বেড়েছে ১,১৭৬ টাকা), ১০০ গ্রাম সোনার দাম ৩,৩১,৭৬০ টাকা (বেড়েছে ১১,১৭৬ টাকা)৷ প্রতীকী ছবি৷

তবে ২২ ক্যারাট সোনার দাম একই রয়েছে গ্রাম প্রতি৷ অর্থাৎ গয়নার সোনায় রবিবারের সঙ্গে দামে কোনও ফারাক নেই। প্রতীকী ছবি৷

শহরে ২২ ক্যারাট সোনার দাম ১ গ্রামের দাম হয়েছে ৩,১০২ টাকা (বেড়েছে ১৫ টাকা), ৮ গ্রামের দাম ২৪,৮১৬ টাকা (বেড়েছে ১২০ টাকা), ১০ গ্রামের ৩১,০২০ টাকা (কমেছে ১৫০ টাকা), ১০০ গ্রামের দাম হয়েছে ৩,১০,২০০ টাকা (বেড়েছে ১,৫০০ টাকা) ৷ প্রতীকী ছবি৷

গত এপ্রিলের শেষে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম উঠে গিয়েছিল ৩১ হাজার ৪৮০ টাকা পর্যন্ত। সেই হিসেবে অক্ষয় তৃতীয়ায় সোনার দাম অনেকটাই কম।

ইতিমধ্যেই কলকাতা-সহ বিভিন্ন জেলার প্রথম সারির সোনার দোকানগুলি অক্ষয় তৃতীয়া উপলক্ষ্যে সোনার গয়নায় মজুরিতে ছাড় ঘোষণা করেছে। ব্যবসায়ীদের আশা সোনার চাহিদা বাড়ায় মঙ্গলবার অক্ষয় তৃতীয়ার দিনে সোনার দাম আরও একটু কমতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.