1/5বৃহস্পতিবার ভারতে সামান্য বাড়ল সোনা এবং রুপোর দাম। (ছবিটি প্রতীকী, সৌজন্য এএনআই) 2/5লক্ষ্মীবারে এমসিএক্স সূচকে ১০ গ্রাম ফেব্রুয়ারি গোল্ড ফিউচার্সের দাম ০.২৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৮,৩১১ টাকা। (ছবিটি প্রতীকী, সৌজন্য এএনআই) 3/5এমসিএক্স সূচকে এক কিলোগ্রাম মার্চ সিলভার ফিউচার্সের দাম ০.৪৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬২,৬৪৩ টাকা। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই) 4/5বিশ্ব বাজারে সোনার দামে সামান্য পরিবর্তন হয়েছে। এক আউন্স স্পট গোল্ডের দাম দাঁড়িয়েছে ১,৮০৬.৮৫ ডলার। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই) 5/5অন্যদিকে, মার্কিন গোল্ড ফিউচার্সের দাম ০.৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১,৮০৮.২ ডলার। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই) 2021-12-23