বিশ্বাস রাখুন লক্ষ্মীতে, এক লাফে অনেকটা সস্তা সোনা-রূপো

বুধবার সকালে অনেকটা বেড়ে গিয়েছিল কলকাতার সোনার দাম। গত সপ্তাহের শুক্রবার থেকেই বাড়তে শুরু করেছিল গিয়েছিল সোনার দাম। সোম ও মঙ্গলবার দাম কমেছিল। বুধবার ২২ ও ২৪ ক্যারেট উভয় ক্ষেত্রেই দাম বেড়ে যায় সোনার। লক্ষ্মীবারে আবার তা নিম্নমুখী। এবং তা অনেকটা কমেছে। বুধ বৃহস্পতিবারের মধ্যে দামের ফারাক দেখলেই তা স্পষ্ট হবে।

বৃহস্পতিবার সোনার দাম , ২২ ক্যারেটে : ১ গ্রামে ৩,৯২২ টাকা, ৮ গ্রামে ৩১,৩৭৬ , ১০ গ্রামে ৩৯,২২০ টাকা, ১০০ গ্রামে , ৩,৯২,২০০টাকা।

বুধবার সোনার দাম ছিল , ২২ ক্যারেটে : ১ গ্রামে ৩,৯৫৫ টাকা, ৮ গ্রামে ৩১,৬৪০ , ১০ গ্রামে ৩৯,৫৫০ টাকা, ১০০ গ্রামে , ৩,৯৫,৫০০টাকা। প্রতি ক্ষেত্রে দাম কমেছে ৩৩, ২৬৪, ৩৩০ ও ৩৩০০ টাকা।

মঙ্গলবার সোনার দাম ছিল , ২২ ক্যারেটে : ১ গ্রামে ৩,৯৩৯ টাকা, ৮ গ্রামে ৩১,৫১২ , ১০ গ্রামে ৩৯,৩৯০ টাকা, ১০০ গ্রামে , ৩,৯৩,৯০০ টাকা।

সোমবার সোনার দাম ছিল , ২২ ক্যারেটে : ১ গ্রামে ৩,৯৪০ টাকা, ৮ গ্রামে ৩১,৫২০ , ১০ গ্রামে ৩৯,৪০০ টাকা, ১০০ গ্রামে , ৩,৯৪,০০০টাকা।

রবিবার সোনার দাম ছিল, ২২ ক্যারেটে : ১ গ্রামে ৩,৯৪০ টাকা, ৮ গ্রামে ৩১,৫২০ , ১০ গ্রামে ৩৯,৪০০ টাকা, ১০০ গ্রামে , ৩,৯৪,০০০টাকা।

বৃহস্পতিবার ২৪ ক্যারেটে সোনার দাম – ১ গ্রামে ৪,০৬২টাকা, ৮ গ্রামে ৩২,৪৯৬ টাকা, ১০ গ্রামে ৪০,৬২০টাকা, ১০০ গ্রামে ৪,০৬,২০০টাকা।
বুধবার ২৪ ক্যারেটে সোনার দাম – ১ গ্রামে ৪,০৯৫টাকা, ৮ গ্রামে ৩২,৭৬০ টাকা, ১০ গ্রামে ৪০,৯৫০টাকা, ১০০ গ্রামে ৪,০৭,৯০০টাকা। প্রতি ক্ষেত্রে দাম কমেছে ৩৩, ২৬৪, ৩৩০ ও ৩৩০০ টাকা।

মঙ্গলবার ২৪ ক্যারেটে সোনার দাম ছিল – ১ গ্রামে ৪,০৭৯টাকা, ৮ গ্রামে ৩২,৬৩২ টাকা, ১০ গ্রামে ৪০,৭৯০টাকা, ১০০ গ্রামে ৪,০৭,৯০০টাকা। প্রতি ক্ষেত্রে দাম বেড়েছে ১৬, ১২৮, ১৬০ ও ১৬০০ টাকা।

সোমবার ২৪ ক্যারেটে সোনার দাম – ১ গ্রামে ৪,০৮০টাকা, ৮ গ্রামে ৩২,৬৪০ টাকা, ১০ গ্রামে ৪০,৮০০টাকা, ১০০ গ্রামে ৪,০৯,৫০০টাকা।

রবিবার ২৪ ক্যারেটে সোনার দাম – ২৪ ক্যারেটে: ১ গ্রামে ৪,০৮০টাকা, ৮ গ্রামে ৩২,৬৪০ টাকা, ১০ গ্রামে ৪০,৮০০টাকা, ১০০ গ্রামে ৪,০৮,০০০টাকা।

এদিকে বুধবার এক কেজি রূপোর দর ছিল ৪৯হাজার ৬০০ টাকা। বৃহস্পতিবার এক কেজি রূপোর দাম ৪৯,০০০ টাকা, যা বুধবারের তুলনায় ৬০০ টাকা কমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.