দাম কমার কোনও লক্ষণ তো নেই, উল্টে মূল্যবৃদ্ধিতে একের পর এক রেকর্ড গড়েই চলেছে জ্বালানি তেল। এই নিয়ে পরপর ১১ দিন, লাগাতার বেড়েই চলেছে জ্বালানি তেলের মূল্য। কলকাতায় শুক্রবার ০.৩০ পয়সা বেড়েছে পেট্রোলের দাম এবং ০.৩৩ বেড়েছে ডিজেলের দাম| ০.৩০ পয়সা বেড়ে শুক্রবার কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ৯১.৪১ টাকায় পৌঁছেছে এবং ০.৩৩ পয়সা বেড়ে ডিজেলের দাম বেড়ে হল ৮৪.১৯ টাকা|
শুধুমাত্র কলকাতা নয়, একই অবস্থায় দেশের অন্যান্য শহরেও| দিল্লিতে পেট্রোল-ডিজেলের বর্ধিত দাম হল, যথাক্রমে ৯০.১৯ টাকা প্রতি লিটার (০.৩১ পয়সা বৃদ্ধি) এবং ৮০.৬০ টাকা প্রতি লিটার (০.৩৩ পয়সা বৃদ্ধি)| পাশাপাশি মুম্বইয়ে পেট্রোল-ডিজেলের দাম বেড়ে হল, যথাক্রমে ৯৬.৬২ টাকা (০.৩০ পয়সা বৃদ্ধি) প্রতি লিটার এবং ৮৭.৬৭ টাকা (০.৩৫ পয়সা বৃদ্ধি) প্রতি লিটার। চেন্নাইয়ে পেট্রোল ও ডিজেলের দাম বেড়ে হয়েছে, যথাক্রমে ৯২.২৫ টাকা (০.২৭ পয়সা বৃদ্ধি) প্রতি লিটার এবং ৮৫.৬৩ টাকা (০.৩২ পয়সা বৃদ্ধি) প্রতি লিটার।
2021-02-19