পাঁচ ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্যে এগিয়ে চলার গতিকে শ্লথ করে দিয়েছে মহামারী। সোমবার এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু তিনি আশা প্রকাশ করেছেন ভারত আগামী দিনে এই লক্ষ্যকে পূরণ করতে সক্ষম হবে। সোমবার রাজধানী দিল্লিতে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ জানিয়েছেন, করোনা পরিস্থিতির মধ্যেও ওষুধ উৎপাদন, পরিকাঠামো এবং মহাকাশ গবেষণার ক্ষেত্রে সংস্কার করা হয়েছে। পাঁচ ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার যে স্বপ্ন ভারত দেখেছিল তাতে এগিয়ে যাওয়ার গতি শ্লথ করেছে মহামারী। কিন্তু ভারত আগামী দিনে অবশ্যই এই লক্ষ্যমাত্রাকে পূরণ করতে পারবে। এদিন কয়লা খনির অনলাইন প্লাটফর্ম ‘ সিঙ্গেল উইন্ডো ক্লিয়ারেন্স সিস্টেম ‘ আনুষ্ঠানিক উদ্বোধন করেন অমিত শাহ। এতে কয়লা খনির সার্বিক কাজকর্ম আরো সহজতর হয়ে উঠবে। দেশের কয়লা ক্ষেত্রের সম্পর্কে বলতে গিয়ে অমিত শাহ জানিয়েছেন, কয়লা ক্ষেত্রের স্বচ্ছতা প্রয়োজন। দেশের কয়লা ক্ষেত্রের যে ক্ষমতা আছে তা বিকশিত করা দরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সেই অতি প্রত্যাশিত উন্নয়ন এক্ষেত্রে হয়েছে। দিল্লিতে মোদী সরকার আরোহণের পর থেকে পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে কয়লা ক্ষেত্রে।
2021-01-11