1/5সাধারণত বছরের শেষে পিএফের সুদ জমা হয়, তবে এবছর এর ব্যতিক্রম ঘটতে পারে। বর্তমানে ৪৩ বছরের মধ্যে সর্বনিম্ন সুদ দিচ্ছে পিএফ। তাই শীঘ্রই অর্থ মন্ত্রক ভোক্তাদের অ্যাকাউন্টে সুদ জমা করার অনুমোদন দিতে পারে বলে আশা করা হচ্ছে। রিপোর্ট অনুসারে, সরকার পরের মাসের শেষের আগে অর্থাৎ ৩০ জুনের আগে যে কোনও সময় পিএফ অ্যাকাউন্টধারীদের কাছে সুদের টাকা পাঠাতে পারে। এমনও রিপোর্ট প্রকাশ হয়েছে, যাতে দাবি করা হয়েছে দুর্গাপুজোর আগে পিএফ-এর সুদ ঢুকতে পারে অ্যাকাউন্টে। পিএফ-এ সুদ ঢউকল কি না, তা জানতে আপনাকে নজর রাখতে হবে আপনার পাসবুকে। (MINT_PRINT)
1/5সাধারণত বছরের শেষে পিএফের সুদ জমা হয়, তবে এবছর এর ব্যতিক্রম ঘটতে পারে। বর্তমানে ৪৩ বছরের মধ্যে সর্বনিম্ন সুদ দিচ্ছে পিএফ। তাই শীঘ্রই অর্থ মন্ত্রক ভোক্তাদের অ্যাকাউন্টে সুদ জমা করার অনুমোদন দিতে পারে বলে আশা করা হচ্ছে। রিপোর্ট অনুসারে, সরকার পরের মাসের শেষের আগে অর্থাৎ ৩০ জুনের আগে যে কোনও সময় পিএফ অ্যাকাউন্টধারীদের কাছে সুদের টাকা পাঠাতে পারে। এমনও রিপোর্ট প্রকাশ হয়েছে, যাতে দাবি করা হয়েছে দুর্গাপুজোর আগে পিএফ-এর সুদ ঢুকতে পারে অ্যাকাউন্টে। পিএফ-এ সুদ ঢউকল কি না, তা জানতে আপনাকে নজর রাখতে হবে আপনার পাসবুকে। (MINT_PRINT)