1/8বিভিন্ন স্টুডেন্ট লোন স্কিম আছে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার। কত বছরের কোর্স ও কী নিয়ে পড়াশোনা হচ্ছে, সেটার ওপর নির্ভর করে লোনের হার ৬.৮৫ থেকে ৯ শতাংশ অবধি থাকে।
2/8৭.৪০ থোকো ১০.৫০ শতাংশ অবধি সুদে লোন দেয় ব্যাঙ্ক অফ বরোদা
3/8৭.৫০ শতাংশ থেকে ১০.০৫ শতাংশ হারে ঋণ দেয় এসবিআই। নির্ভর করে কোর্সের সাবজেট ও সময়ের ওপর।
4/8ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রে স্টুডেন্ট লোনের ওপর সুদের হার অপেক্ষাকৃত কম। ৭.৭০ থেকে ৮.৮০ শতাংশ হারে লোন দেয় এই ব্যাঙ্ক।
5/8৮.২০ থেকে ১০.২০ শতাংশ হারে ঋণ দেয় ইন্ডিয়ান ব্যাঙ্ক।
6/8পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ৮.৪০ থেকে ৯.৯০ শতাংশ হারে সুদে মেলে শিক্ষাঋণ।
7/8সাত সাত লাখ টাকা অবধি ৯.০৫ শতাংশ হারে স্টুডেন্টস লোন দেয় ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এর ওপরের অঙ্ক হলে ৯.৮৫ শতাংশ সুদ দিতে হয়।
8/8পঞ্জাব ও সিন্ধ ব্যাঙ্ক শিক্ষাখাতে লোন দেয়, সুদ নেয় ৮.৪ থেকে ১০.৫০ শতাংশ অবধি