গত সপ্তাহেই কেন্দ্রীয় সরকার কর্মচারীদের ৪ শতাংশ ডিএ বাড়িয়েছে কেন্দ্র সরকার। এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বেড়ে ৩৮ শতাংশ থেকে হল ৪২ শতাংশ। এর ফলে কেন্দ্রের ৪৭.৫৮ লাখ কর্মচারী ও ৬৯.৭৬ লাখ পেনশনভোগী উপকৃত হবেন।
কিন্তু ৪ শতাংশ ডিএ বাড়ার একজন কেন্দ্রীয় সরকারি কর্মচারির মাইনে বাড়ল কত? ধরা যাক একজন মাইনে পেতেন ৪২০০০ টাকা। তাঁর বেসিক পে ২৫,৫০০ টাকা। এক্ষেত্রে তাঁর ডিএ হওয়ার কথা ৯৬৯০ টাকা। এখন ৪ শতাংশ ডিএ বাড়লে তা হবে ১০,৭১০ টাকা। অর্থাত্ তার মাইন আসলে বাড়বে ১০২০ টাকা।