আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) ভিডিও কনফারেন্সের বৈঠকে যোগ দেবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার দিল্লি থেকে নবান্ন সহ সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী সচিবালয় কে জানানো হয় বৃহস্পতিবার দেশের পরিস্থিতি নিয়ে কথা বলতে চান প্রধানমন্ত্রী। সেই কারণে এক ভিডিও কনফারেন্সের আয়োজন করা হবে।
বুধবার দুপুরে চিকিৎসকদের সঙ্গে নবান্নের বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । সেই বৈঠকের শেষে তিনি জানিয়ে দেন বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সের বৈঠকে যোগ দেবেন না। মুখ্যমন্ত্রীর বদলে এই বৈঠকে যোগ দেবেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা। প্রসঙ্গত, গতকালই প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে চিঠি লিখে ওড়না পরিস্থিতি মোকাবিলার জন্য ২৫ হাজার কোটি টাকার দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী।