সম্প্রতিক ‘শৃঙ্গ’ থেকে ৪,০০০ টাকা কমেছে সস্তার দাম, এখন কি কেনা উচিত?

1/8দাম কমলেও এখনও ভারতে ৫১,০০০ টাকার ঊর্ধ্বেই আছে ১০ গ্রাম সোনা। যা সম্প্রতিক ‘শৃঙ্গ’-এর (১০ গ্রামের দাম ৫৫,৫৫৮ টাকা) থেকে ৪,০০০ টাকার কম। সেই পরিস্থিতিতে দাম কমলে হলুদ ধাতু ক্রয়ের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আপাতত এমসিএক্স ৪৮,৮০০ টাকার স্তরে জোরদার সমর্থন পাচ্ছে ১০ গ্রাম সোনা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)

গত সপ্তাহে এমসিএক্স সূচকে ১০ গ্রাম সোনার দাম ঠেকেছিল ৫১,৪৭৫ টাকায়। যা আগেরদিনের থেকে ০.৩৩ শতাংশ কম ছিল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
2/8গত সপ্তাহে এমসিএক্স সূচকে ১০ গ্রাম সোনার দাম ঠেকেছিল ৫১,৪৭৫ টাকায়। যা আগেরদিনের থেকে ০.৩৩ শতাংশ কম ছিল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
বিষয়টি নিয়ে আইআইএফএল সিকিউরিটিজের ভাইস-প্রেসিডেন্ট অনুজ গুপ্তা জানান, ইতিমধ্যে মার্কিন কেন্দ্রীয় ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়িয়েছে। মুদ্রাস্ফীতি সারা বিশ্বের কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির দুশ্চিন্তা বাড়াবে। তাই সোনার দাম বিবেচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ স্তরের বিষযটি মাথায রাখতে হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
3/8বিষয়টি নিয়ে আইআইএফএল সিকিউরিটিজের ভাইস-প্রেসিডেন্ট অনুজ গুপ্তা জানান, ইতিমধ্যে মার্কিন কেন্দ্রীয় ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়িয়েছে। মুদ্রাস্ফীতি সারা বিশ্বের কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির দুশ্চিন্তা বাড়াবে। তাই সোনার দাম বিবেচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ স্তরের বিষযটি মাথায রাখতে হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
আইআইএফএল সিকিউরিটিজের ভাইস-প্রেসিডেন্ট: বিশ্ব বাজারে এক আউন্স স্পট গোল্ড সমর্থন পাচ্ছে ১,৮৯০ ডলার এবং ১,৮৭০ ডলারের স্তরে। আর ১,৮৫০ ডলারের স্তরে জোরদার সমর্থন পাচ্ছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
4/8আইআইএফএল সিকিউরিটিজের ভাইস-প্রেসিডেন্ট: বিশ্ব বাজারে এক আউন্স স্পট গোল্ড সমর্থন পাচ্ছে ১,৮৯০ ডলার এবং ১,৮৭০ ডলারের স্তরে। আর ১,৮৫০ ডলারের স্তরে জোরদার সমর্থন পাচ্ছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
আইআইএফএল সিকিউরিটিজের ভাইস-প্রেসিডেন্ট: এমসিএক্স সূচকে আবার ১০ গ্রাম সোনা সমর্থন পাচ্ছে ৫০,৮০০ টাকা থেকে ৫০,০০০ টাকার স্তরে। আবার ৪৮,৫০০ টাকা থেকে ৪৮,৮০০ টাকার স্তরে জোরদার সমর্থন পাচ্ছে। (ছবিটি প্রতীকী)
5/8আইআইএফএল সিকিউরিটিজের ভাইস-প্রেসিডেন্ট: এমসিএক্স সূচকে আবার ১০ গ্রাম সোনা সমর্থন পাচ্ছে ৫০,৮০০ টাকা থেকে ৫০,০০০ টাকার স্তরে। আবার ৪৮,৫০০ টাকা থেকে ৪৮,৮০০ টাকার স্তরে জোরদার সমর্থন পাচ্ছে। (ছবিটি প্রতীকী)
আইআইএফএল সিকিউরিটিজের ভাইস-প্রেসিডেন্ট মতে, সেই পরিস্থিতিতে যে ক্রেতারা তুলনামূলকভাবে বেশি ঝুঁকি নেন, তাঁরা ৫০,০০০ টাকা থেকে ৫০,৮০০ টাকার স্তরে হলুদ ধাতু কিনতে পারেন। নাহলে ৫০,০০০ টাকার কাছে দাম থাকলে সোনা কেনা যেতে পারে। ৪৮,৫০০ টাকার স্তরে ‘স্টপ লস’ অব্যাহত রেখে ৪৯,০০০ টাকা উপরের স্তর পর্যন্ত সোনা কেনার পরামর্শ দিয়েছেন। (ছবিটি প্রতীকী)
6/8আইআইএফএল সিকিউরিটিজের ভাইস-প্রেসিডেন্ট মতে, সেই পরিস্থিতিতে যে ক্রেতারা তুলনামূলকভাবে বেশি ঝুঁকি নেন, তাঁরা ৫০,০০০ টাকা থেকে ৫০,৮০০ টাকার স্তরে হলুদ ধাতু কিনতে পারেন। নাহলে ৫০,০০০ টাকার কাছে দাম থাকলে সোনা কেনা যেতে পারে। ৪৮,৫০০ টাকার স্তরে ‘স্টপ লস’ অব্যাহত রেখে ৪৯,০০০ টাকা উপরের স্তর পর্যন্ত সোনা কেনার পরামর্শ দিয়েছেন। (ছবিটি প্রতীকী)
আইআইএফএল সিকিউরিটিজের ভাইস-প্রেসিডেন্টের মতে, ১০ গ্রাম সোনার স্বল্পকালীন ‘টার্গেট’ হল ৫২,৮০০ টাকা। সেখানে দীর্ঘকালীন ‘টার্গেট’ ৫৪,০০০ টাকায় দেখছেন আইআইএফএল সিকিউরিটিজের ভাইস-প্রেসিডেন্ট। (ছবিটি প্রতীকী)
7/8আইআইএফএল সিকিউরিটিজের ভাইস-প্রেসিডেন্টের মতে, ১০ গ্রাম সোনার স্বল্পকালীন ‘টার্গেট’ হল ৫২,৮০০ টাকা। সেখানে দীর্ঘকালীন ‘টার্গেট’ ৫৪,০০০ টাকায় দেখছেন আইআইএফএল সিকিউরিটিজের ভাইস-প্রেসিডেন্ট। (ছবিটি প্রতীকী)
রেলিগ্রে ব্রোকিংয়ের সুগন্ধা সচদেবের মতে, মাঝারি থেকে দীর্ঘকালীন সময়ের ক্ষেত্রে সোনার ইতিবাচক পথ দেখা যাচ্ছে। আপাতত ভারতীয় বাজার ৫৬,০০০ টাকার রেকর্ড এবং বিশ্ব বাজারে ২,০৭৫ ডলারের রেকর্ড পেরিয়ে যাওয়া কঠিন হলেও ১০ গ্রাম সমর্থন পেতে থাকবে ৪৮,০০০ টাকার স্তরে। বিশ্ব বাজারে সেই স্তর হবে ১,৮৫০ ডলার। (ছবিটি প্রতীকী)
8/8রেলিগ্রে ব্রোকিংয়ের সুগন্ধা সচদেবের মতে, মাঝারি থেকে দীর্ঘকালীন সময়ের ক্ষেত্রে সোনার ইতিবাচক পথ দেখা যাচ্ছে। আপাতত ভারতীয় বাজার ৫৬,০০০ টাকার রেকর্ড এবং বিশ্ব বাজারে ২,০৭৫ ডলারের রেকর্ড পেরিয়ে যাওয়া কঠিন হলেও ১০ গ্রাম সমর্থন পেতে থাকবে ৪৮,০০০ টাকার স্তরে। বিশ্ব বাজারে সেই স্তর হবে ১,৮৫০ ডলার। (ছবিটি প্রতীকী)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.