Changes from 1st Nov: পেনশন থেকে বিনিয়োগ, LPG ডেলিভারি থেকে রেলের সূচি; আজ থেকে বদলাচ্ছে যা যা

1/7পেনশনভোগীদের জন্য সুখবর: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ১ নভেম্বর থেকে একটি নতুন পরিষেবা চালু করছে। এর অধীনে, পেনশনভোগীদের আজীবন শংসাপত্র জমা দেওয়ার জন্য কোনও ব্যাঙ্কের শাখায় যেতে হবে না। এই পরিষেবাটি পেনশনভোগীরা এবার থেকে ভিডিয়ো কলের মাধ্যমে পেতে পারবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স)

বিনিয়োগের সুযোগ: যাঁরা তাঁদের কষ্টার্জিত অর্থ বিনিয়োগ করতে চান, তাঁরা ১ নভেম্বরে একটি নয়া সুযোগ পাবেন। পলিসিবাজারের প্রাথমিক পাবলিক অফার (আইপিও) খোলা হবে। এরপর ডিজিটাল পেমেন্ট কোম্পানি Paytm-এর আইপিও ৮ নভেম্বর চালু হবে। পলিসিবাজার ছাড়াও, SJS Enterprice, রাসায়নিক নির্মাতা সিগাচি ইন্ডাস্ট্রিজ-এর আইপিওগুলিও ১ নভেম্বর খুলবে। এদিকে Nykaa-র আইপিও জনসাধারণের জন্য বন্ধ হবে আজ। (ফাইল ছবি : রয়টার্স) (REUTERS)
2/7বিনিয়োগের সুযোগ: যাঁরা তাঁদের কষ্টার্জিত অর্থ বিনিয়োগ করতে চান, তাঁরা ১ নভেম্বরে একটি নয়া সুযোগ পাবেন। পলিসিবাজারের প্রাথমিক পাবলিক অফার (আইপিও) খোলা হবে। এরপর ডিজিটাল পেমেন্ট কোম্পানি Paytm-এর আইপিও ৮ নভেম্বর চালু হবে। পলিসিবাজার ছাড়াও, SJS Enterprice, রাসায়নিক নির্মাতা সিগাচি ইন্ডাস্ট্রিজ-এর আইপিওগুলিও ১ নভেম্বর খুলবে। এদিকে Nykaa-র আইপিও জনসাধারণের জন্য বন্ধ হবে আজ। (ফাইল ছবি : রয়টার্স) (REUTERS)
আজ থেকে বেশ কয়েকটি ফোনে ব্যবহার করা যাবে না হোয়াটসঅ্যাপ: ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ সেই স্মার্টফোনগুলির তালিকা শেয়ার করেছে যেগুলি পুরানো সফ্টওয়্যার ব্যবহার করে - (অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয়ই) - এবং ১ নভেম্বর থেকে মেসেজিং প্ল্যাটফর্মটি এই ফোনগুলিতে আর ব্যবহার করা যাবে না। যে ব্যবহারকারীরা তাদের অপারেটিং সিস্টেম আপডেট করেননি তাঁদের তা আপডেট করতে বলা হয়েছে। তাহলেই হোয়াটসঅ্যাপ ব্যবহারের সুযোগ পাওয়া যাবে। (ছবিটি প্রতীকী, সৌজন্য : রয়টার্স)
3/7আজ থেকে বেশ কয়েকটি ফোনে ব্যবহার করা যাবে না হোয়াটসঅ্যাপ: ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ সেই স্মার্টফোনগুলির তালিকা শেয়ার করেছে যেগুলি পুরানো সফ্টওয়্যার ব্যবহার করে – (অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয়ই) – এবং ১ নভেম্বর থেকে মেসেজিং প্ল্যাটফর্মটি এই ফোনগুলিতে আর ব্যবহার করা যাবে না। যে ব্যবহারকারীরা তাদের অপারেটিং সিস্টেম আপডেট করেননি তাঁদের তা আপডেট করতে বলা হয়েছে। তাহলেই হোয়াটসঅ্যাপ ব্যবহারের সুযোগ পাওয়া যাবে। (ছবিটি প্রতীকী, সৌজন্য : রয়টার্স)
এলপিজি সিলিন্ডারের মূল্যবৃদ্ধি: সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামের বৃদ্ধির জেকে তেল বিপণন সংস্থাগুলি ১ নভেম্বর এলপিজির দাম বাড়ানোর ঘোষণা করে। বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। ফলে এই মাস থেকে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম আরও বৃদ্ধি পেতে পারে। (ফাইল ছবি : হিন্দুস্তান টাইমস)
4/7এলপিজি সিলিন্ডারের মূল্যবৃদ্ধি: সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামের বৃদ্ধির জেকে তেল বিপণন সংস্থাগুলি ১ নভেম্বর এলপিজির দাম বাড়ানোর ঘোষণা করে। বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। ফলে এই মাস থেকে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম আরও বৃদ্ধি পেতে পারে। (ফাইল ছবি : হিন্দুস্তান টাইমস)
এলপিজি ডেলিভারি ব্যবস্থা: সমস্ত এলপিজি গ্যাস সিলিন্ডার গ্রাহকদের এটা অবশ্যই জানা প্রয়োজন। আগামী ১ নভেম্বর থেকে একটি নতুন নিয়ম চালু হবে। গ্রাহকদের বাড়িতে এলপিজি সিলিন্ডার সরবরাহের জন্য একটি ওয়ান-টাইম পাসওয়ার্ড দিতে হবে। নয়া নিয়ম নতুন ডেলিভারি অথেনটিকেশন কোডর নীতির অংশ হিসেবে চালু হচ্ছে৷ (ফাইল ছবি : হিন্দুস্তান টাইমস) (HT_PRINT)
5/7এলপিজি ডেলিভারি ব্যবস্থা: সমস্ত এলপিজি গ্যাস সিলিন্ডার গ্রাহকদের এটা অবশ্যই জানা প্রয়োজন। আগামী ১ নভেম্বর থেকে একটি নতুন নিয়ম চালু হবে। গ্রাহকদের বাড়িতে এলপিজি সিলিন্ডার সরবরাহের জন্য একটি ওয়ান-টাইম পাসওয়ার্ড দিতে হবে। নয়া নিয়ম নতুন ডেলিভারি অথেনটিকেশন কোডর নীতির অংশ হিসেবে চালু হচ্ছে৷ (ফাইল ছবি : হিন্দুস্তান টাইমস) (HT_PRINT)
রেলের সময়সূচি: দেশজুড়ে ট্রেনের সময়সূচি পরিবর্তন আনতে চলেছে ভারতীয় রেল। ১ নভেম্বর থেকে নতুন সময়সূচি কার্যকর হবে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১৩ হাজার যাত্রীবাহী ট্রেন এবং ৭ হাজার পণ্যবাহী ট্রেন এই পরিবর্তনে অন্তর্ভুক্ত হয়েছে। এছাড়াও, দেশের ৩০টি রাজধানী ট্রেনের সময়েও পরিবর্তন করা হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্য হিন্দুস্তান টাইমস)
6/7রেলের সময়সূচি: দেশজুড়ে ট্রেনের সময়সূচি পরিবর্তন আনতে চলেছে ভারতীয় রেল। ১ নভেম্বর থেকে নতুন সময়সূচি কার্যকর হবে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১৩ হাজার যাত্রীবাহী ট্রেন এবং ৭ হাজার পণ্যবাহী ট্রেন এই পরিবর্তনে অন্তর্ভুক্ত হয়েছে। এছাড়াও, দেশের ৩০টি রাজধানী ট্রেনের সময়েও পরিবর্তন করা হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্য হিন্দুস্তান টাইমস)
বিশেষ ট্রেন: নভেম্বর মাসে দীপাবলি, ছট এবং অন্যান্য উৎসবকে সামনে রেখে ভারতীয় রেল বিশেষ ট্রেন চালাবে। যদিও এই ট্রেনগুলির মধ্যে কিছু ১ নভেম্বর থেকে শুরু হবে, অন্যগুলি সারা মাস জুড়ে বিভিন্ন তারিখে চালু হবে। উল্লেখ্য, প্রতি বছরই উৎসব স্পেশাল ট্রেন চালিয়ে থাকে ভারতীয় রেল। একটা সময় দুর্গাপুজো, দশেরা, দীপাবলি, ছটের সময় বাড়তি যাত্রীর চাপ সামাল নিতে প্রায় ৫,০০০ ট্রেন চালানো হত। কিন্তু করোনাভাইরাসের জেরে সেই পরিস্থিতির অনেকটাই পরিবর্তন হয়েছে। তাই আগের তুলনায় অনেক কম সংখ্যক উৎসব স্পেশাল ট্রেন চালু করা হচ্ছে এবারে। (প্রতীকী ছবি:এএনআই) (Rahul Singh)
7/7বিশেষ ট্রেন: নভেম্বর মাসে দীপাবলি, ছট এবং অন্যান্য উৎসবকে সামনে রেখে ভারতীয় রেল বিশেষ ট্রেন চালাবে। যদিও এই ট্রেনগুলির মধ্যে কিছু ১ নভেম্বর থেকে শুরু হবে, অন্যগুলি সারা মাস জুড়ে বিভিন্ন তারিখে চালু হবে। উল্লেখ্য, প্রতি বছরই উৎসব স্পেশাল ট্রেন চালিয়ে থাকে ভারতীয় রেল। একটা সময় দুর্গাপুজো, দশেরা, দীপাবলি, ছটের সময় বাড়তি যাত্রীর চাপ সামাল নিতে প্রায় ৫,০০০ ট্রেন চালানো হত। কিন্তু করোনাভাইরাসের জেরে সেই পরিস্থিতির অনেকটাই পরিবর্তন হয়েছে। তাই আগের তুলনায় অনেক কম সংখ্যক উৎসব স্পেশাল ট্রেন চালু করা হচ্ছে এবারে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.