নেওয়া হয়েছে বড় সিদ্ধান্ত, বৃহস্পতিবারও কি আরও কমতে চলেছে সোনার দাম?

সাতদিনে ভারতীয় বাজারে ৪,২০০ টাকার মতো কমেছে ১০ গ্রাম সোনার দাম। বৃহস্পতিবারও কি সেই নিম্নমুখী প্রবণতা জারি থাকবে? সেজন্য আপাতত বাজার খোলার অপেক্ষায় রয়েছেন লগ্নিকারীরা। বাজার খোলার আগে গুরুত্বপূর্ণ বিষয়গুলি দেখে নিন -1

বুধবার ভারতে কমেছে সোনার দাম। এমসিএক্স সূচকে ১০ গ্রাম গোল্ড ফিউচার্সের দাম ০.৪ শতাংশ কমে দাঁড়িয়েছিল ৫১,৩৫৩ টাকা। বিশেষজ্ঞদের মতে, শক্তিশালী টাকার সহায়তা পেয়েছিল হলুদ ধাতু।2

গত সপ্তাহে বুধবার বাজার খোলার পর ভারতে ১০ গ্রাম হলুদ ধাতুর দাম ৫৫,৬০০ টাকায় পৌঁছে গিয়েছিল। ভারতে সর্বকালীন রেকর্ড ভেঙে দিতে পারে বলেও আশঙ্কা তৈরি হয়েছিল (২০২০ সালের অগস্টে ভারতে সোনার দাম ৫৬,১৯১ টাকায় পৌঁছে গিয়েছিল)। সেদিন থেকেই থেকে দাম কমেছে সোনার।3

বুধবার কলকাতার বাজারেও কমেছিল সোনার দাম। বাজার বন্ধের ১০ গ্রাম পাকা সোনার (২৪ ক্যারাট) দাম ছিল ৫১,৯৫০ টাকা। ১০ গ্রাম গয়না সোনা (২২ ক্যারাট) এবং ১০ গ্রাম হলমার্ক সোনার গয়নার দাম যথাক্রমে ৪৯,৩০০ টাকা এবং ৫০,০৫০ টাকায় নেমে গিয়েছিল।

সেই পরিস্থিতিতে বৃহস্পতিবার বাজারে কেমন দাম থাকবে, তার উপর মার্কিন কেন্দ্রীয় ব্যাঙ্ক ফেডেরাল রিজার্ভের নয়া সিদ্ধান্ত প্রভাব বিস্তার করবে বলে মত বিশেষজ্ঞদের। মুদ্রাস্ফীতিতে লাগাম টানতে বুধবারই সুদের হার বাড়ানো হয়েছে। চলতি বছর এরকম ছ’বার সুদের হার বাড়ানোরও ইঙ্গিত দিয়েছে মার্কিন কেন্দ্রীয় ব্যাঙ্ক।5

অন্যদিকে, বুধবার ভারতীয় বাজারে এক কিলোগ্রাম রুপোর দাম ০.৫ শতাংশ কমে ৬৭,৯৮০ টাকা হয়েছিল। কলকাতায় এক কিলোগ্রাম রুপোর বাট এবং এক কিলোগ্রাম খুচরো রুপোর দাম ঠেকেছিল যথাক্রমে ৬৭,৬০০ টাকা এবং ৬৭,৭০০ টাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.